Indian Railways: পুরীতেই রথের দড়িতে দিতে পারবেন টান, জগন্নাথ দর্শনে ঝটপট টিকিট কাটুন, বড় ঘোষণা রেলের

Puri Rath Yatra 2025: ভিন রাজ্যের মধ্যে একদিকে যেমন সাত্রাগাঁছি থেকে একাধিক বিশেষ ট্রেন ছাড়বে পুরীর উদ্দেশে, অন্যদিকে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, ছত্তীসগঢ়ের গোন্দিয়া থেকেও বিশেষ ট্রেন চলবে।

Indian Railways: পুরীতেই রথের দড়িতে দিতে পারবেন টান, জগন্নাথ দর্শনে ঝটপট টিকিট কাটুন, বড় ঘোষণা রেলের
পুরীর রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন।Image Credit source: PTI

|

Jun 23, 2025 | 7:43 AM

নয়া দিল্লি: আর মাত্র ক’টা দিনের অপেক্ষা। তারপরই হতে চলেছে রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন মাসির বাড়ি। রথযাত্রা নিয়ে উন্মাদনার শেষ নেই ওড়িশার পুরীতে। জগন্নাথ দেবের এই রথযাত্রা দেখতেই বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমান। পুরীর এই রথযাত্রার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। রথে পুরী যাওয়া আরও সহজ হল।

ইস্ট কোস্ট রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে যে রথযাত্রা উপলক্ষে পুরী অবধি বিশেষ ট্রেন চালানো হবে। তাও আবার একটা-দুটো নয়, ৩৬৫টি বিশেষ ট্রেন চলবে। পাশাপাশি নিয়মিত যে ট্রেনগুলি যায়, সেগুলি তো চলবেই। রথযাত্রা উপলক্ষে পুরীতে যে বিপুল জনসমাগম হয়, তা সামাল দিতেই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীরা যাতে সহজেই পুরী পৌঁছতে পারেন, তার জন্য় ওড়িশা ও পড়শি রাজ্যগুলি থেকে একাধিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওড়িশার জগদ্দলপুর, বালেশ্বর, গুনুপুর, রায়গড়, জুনাগড় রোড, বাদামপাহাড়, আঙ্গুল, বীরমিত্রপুর সহ একাধিক জায়গা থেকে বিশেষ ট্রেন চলবে।

ভিন রাজ্যের মধ্যে একদিকে যেমন সাত্রাগাঁছি থেকে একাধিক বিশেষ ট্রেন ছাড়বে পুরীর উদ্দেশে, অন্যদিকে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, ছত্তীসগঢ়ের গোন্দিয়া থেকেও বিশেষ ট্রেন চলবে।

গত বছর রথযাত্রা উপলক্ষে ৩১৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবার পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই সেই সংখ্যা বাড়িয়ে ৩৬৫ করা হয়েছে।