Railways: দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান? যাত্রীদের জন্য বড় সুবিধা করে দিল রেল

Indian Railways: অন্ধ্র প্রদেশ-তামিলনাড়ু রেল করিডর দেশের অন্যতম ব্যস্ত করিডর। এই রেল ট্রাক তৈরি হয়ে গেলে ব্যস্ততম রেল করিডরে চাপ অনেকটা কমবে।

Railways: দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান? যাত্রীদের জন্য বড় সুবিধা করে দিল রেল
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Apr 10, 2025 | 2:22 PM

নয়া দিল্লি: খোলনচে বদলাচ্ছে ভারতীয় রেলওয়ে। রেলের পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক বড় পদক্ষেপ করছে সরকার। এবার গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি তিরুপতি-পাকালা-কাটপাড়ি রেলওয়ে লাইনের ডাবলিং করার অনুমোদন দিল।

এই রেলপথ তৈরি হয়ে গেলে, অন্ধ্র প্রদেশ  ও তামিলনাড়ুর মধ্যে ১০৪ কিলোমিটার সিঙ্গল লাইন সেকশনও জুড়ে যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ১৩৩২ কোটি টাকার এই প্রকল্পের অধীনে ১১৩ কিলোমিটার রেল ট্রাক বিস্তৃত করা হবে। অন্ধ্র প্রদেশ-তামিলনাড়ু রেল করিডর দেশের অন্যতম ব্যস্ত করিডর। এই রেল ট্রাক তৈরি হয়ে গেলে ব্যস্ততম রেল করিডরে চাপ অনেকটা কমবে।

পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে মাল্টি-মোডাল কানেক্টিভিটির ব্যবস্থা করা হবে। এই রেল রুটে যাত্রী চলাচল যেমন সহজ হবে, তেমনই পণ্য পরিবহনেও ব্যাপক উন্নতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নতুন ভারতে’র স্বপ্ন পূরণ করবে এই প্রকল্পে।

এই রেল সংযোগে পর্যটকদেরও বিশেষ সুবিধা হবে। তিরুপতি বালাজি মন্দির, শ্রীকলাহস্তি মন্দির, কানিপাকাম বিনায়ক মন্দির ও চন্দ্রগিরি কেল্লার মতো পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়া আরও সহজ হয়েছে। এছাড়া প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভেলোরে যান চিকিৎসা করাতে। অনেকে পড়াশোনার জন্য দক্ষিণ ভারতে যান। রেললাইনের ডাবলিংয়ের কাজ শেষ হয়ে গেলে যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।