Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss জিতেই ঠাঁই সোজা শ্রীঘরে! কী অপরাধ বিজেতার?

Bigg Boss Winner Arrested: গত ১৭ ডিসেম্বরই জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের (তেলুগু) সপ্তম সিজন (Bigg Boss Telugu Season 7) শেষ হয়। জয়ী হন পল্লবী প্রশান্ত। তার দুই দিন কাটতে না কাটতেই ২০ ডিসেম্বর হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

Bigg Boss জিতেই ঠাঁই সোজা শ্রীঘরে! কী অপরাধ বিজেতার?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:34 AM

হায়দরাবাদ: বিগ বসের (Bigg Boss) ঘর থেকে বেরতেই ঠাঁই হল শ্রীঘরে। জেলে যেতে হল বিগবসের বিজেতাকে। বুধবারই বিগবস তেলুগুর সিজন ৭-র বিজেতা পল্লবী প্রশান্ত (Pallavi Prashanth)-কে গ্রেফতার করে পুলিশ। গত ১৭ ডিসেম্বরই জনপ্রিয় রিয়েলিটি শো বিগবসের (তেলুগু) সপ্তম সিজন (Bigg Boss Telugu Season 7) শেষ হয়। জয়ী হন পল্লবী প্রশান্ত। তার দুই দিন কাটতে না কাটতেই ২০ ডিসেম্বর হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। কী এমন অপরাধ করেছেন বিগবসের বিজেতা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙচুরের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বিগবস তেলুগুর বিজেতাকে। গত ১৭ ডিসেম্বর বিগবস সিজন-৭ এর শেষ পর্বে দর্শকদের ভোটে জয়ী ঘোষণা করা হয় পল্লবী প্রশান্তকে। দ্বিতীয় স্থান অর্জন করেন অমরদীপ চৌধুরী। অভিযোগ, বিগবসের ফাইনাল পর্ব মেটার পরই প্রশান্তের ফ্যানরা অন্নপূর্ণা স্টুডিয়োর কাছে অমরদীপের গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

বিগবস তেলুগুর সিজন-৭ এর বিজেতা প্রশান্ত।

অমরদীপের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ পত্রে প্রধান অভিযুক্ত হিসাবেই উল্লেখ করা হয়েছে পল্লবী প্রশান্তের নাম। এফআইআর হয়েছে তাঁর ভাই মনোহরের বিরুদ্ধেও। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। গ্রেফতারের পর পল্লবী প্রশান্তকে হায়দরাবাদের জুবিলি হিলস থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।