
পটনা: মাত্র কয়েক মিনিট। এইটুকুই স্থায়িত্ব ছিল একটা পোস্টের। তাতেই হইচই পড়ে গেল বিহারে (Bihar Assembly Election Results 2025)। কী এমন পোস্ট করেছিল জেডিইউ (JDU), যাতে কিছুক্ষণের মধ্যেই পোস্ট ডিলিট করে দিতে হল? ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। জোটের হিসাব ধরে এগোলে মুখ্যমন্ত্রী পদ দিতে হবে নীতীশকেই। এই নিয়ে দশমবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ।
বিহারে নির্বাচনের আগে বিজেপি নেতাদের কথায় স্পষ্ট বোঝা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী পদ নীতীশ কুমারকেই যে দেওয়া হবে, এমন গ্যারান্টি নেই। তারা এই সিদ্ধান্ত বিবেচনা করে দেখবে। কখনওই প্রচারে এটা ঘোষণা করা হয়নি যে জেডিইউ সুপ্রিমোই বিহারে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
আজ বিহারে ভোটের ফল প্রকাশ হওয়ার আগেই যখন ট্রেন্ড স্পষ্ট, তখন জেডি(ইউ)-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়, “অভূতপূর্ব ও অতুলনীয়। নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন।”
ডিলিট করে দে্ওয়া পোস্ট।
এই পোস্টের কিছুক্ষণ পরই যদি জেডিইউ থেকে তা ডিলিট করে দেওয়া হয়। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে গিয়েছে। জল্পনা শুরু হয় যে এই পোস্ট আসলে বিজেপিকে ইঙ্গিত করেই করা। যেহেতু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে নীতীশ কুমারের নাম ঘোষণা করা হয়নি, তাই ভোটের ফলাফল দিয়ে নীতীশ কুমার তাদের বুঝিয়ে দিয়েছেন যে তাঁর কত ক্ষমতা।
প্রসঙ্গত, শুক্রবার থেকেই পটনার নানা প্রান্তে পোস্টার ও বিলবোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা “২৫ সে ৩০, ফির সে নীতীশ”।
বর্তমানে বিহারের ২৪৩ আসনের মধ্যে ২০৭ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। বিজেপি ৯৬টি আসনে এগিয়ে, জেডিইউ এগিয়ে ৮২ আসনে। এলজেপি ২০ আসনে এগিয়ে, হাম ৫ ও আরএলএম ৪ আসনে এগিয়ে। এবারের নির্বাচনে বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে। তবে জেডিইউ স্পষ্ট বার্তা দিচ্ছে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমারই।