Nitish Kumar: ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন নীতীশ কুমার? বলে দিলেন কবে ধ্বংস হবে পৃথিবী!
Ban on Mobile: বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সুদয় যাদব প্রশ্ন করার জন্য নিজের মোবাইল দেখছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এটা দেখেই আপত্তি জানান এবং বলেন যে বিধানসভার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। স্পিকারকে বলেন কড়া ব্যবস্থা নিতে।

পটনা: রাজনীতি থেকে কি এবার জ্যোতিষ চর্চায় হাত পাকাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? নীতীশ কুমারের বড় ভবিষ্যদ্বাণী। তিনি দাবি করলেন আগামী ১০ বছরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাঁর এই মন্তব্যের পরই হইচই বিহার জুড়ে। বিরোধীরাও চুপ করে বসে থাকছে না।
নতুন করে বিতর্ক শুরু করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, ফোন ব্যবহারের কারণে ১০ বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন হঠাৎ তিনি এমন কথা বললেন?
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সুদয় যাদব প্রশ্ন করার জন্য নিজের মোবাইল দেখছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এটা দেখেই আপত্তি জানান এবং বলেন যে বিধানসভার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। স্পিকারকে বলেন কড়া ব্যবস্থা নিতে। কড়া সুরে নীতীশ কুমার বলেন, “হাউসে মোবাইল নিষিদ্ধ। আমি আপনাকে (স্পিকার) অনুরোধ করছি যে মোবাইল নিয়ে যে-ই আসবে, তাকে যেন বাইরে ছুড়ে ফেলা হয়।”
এরপর মুখ্যমন্ত্রী বলেন, “এরা এখন মোবাইলে কথা বলছে। আগে এটা নিষিদ্ধ ছিল। এতে কী কোনও ভাল হচ্ছে? কেন হচ্ছে এরকম? ৫-৬ বছর আগে থেকে শুরু হয়েছে। এই মোবাইল ব্যবহারই আগামী ১০ বছরে পৃথিবী ধ্বংস করে দেবে।”
এদিকে, নীতীশ কুমারের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ শানিয়েছেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি কটাক্ষ করে নীতীশ কুমারকে প্রযুক্তি বিরোধী বলে কটাক্ষ করেছেন। তেজস্বী বলেন, “পরিবেশগত দিক থেকে বিহার বিধানসভা পেপারলেস হয়ে যাচ্ছে, সদস্যদেরও অনলাইনে প্রশ্ন করতে বলা হচ্ছে। যদি কোনও অনুসাঙ্গিক প্রশ্ন করতে হয়, তখন তো তাঁর মোবাইল বা ট্যাবলেট লাগবেই। কিন্তু বিহারে কম্পিউটার অশিক্ষিত মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি প্রযুক্তিস যুব সমাজ, ছাত্র ও মহিলাদের বিরুদ্ধে। এটা অত্যন্ত দুঃখজনক যে বিহারে এমন সংরক্ষণশীল মুখ্যমন্ত্রী রয়েছে।”





