Minor Harassment: বোনকে মিষ্টি খাওয়ানোর ছলে দরজায় খিল দাদার, পরদিন মা দেখল মেয়ের জামায় রক্তের ছোপ…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 17, 2022 | 9:35 PM

Bihar Crime: জানা গিয়েছে, ওই নির্যাতিতার বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মেয়েকে নিয়ে গ্রামে থাকেন মা।

Minor Harassment: বোনকে মিষ্টি খাওয়ানোর ছলে দরজায় খিল দাদার, পরদিন মা দেখল মেয়ের জামায় রক্তের ছোপ...
দাদার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। প্রতীকী চিত্র।

Follow Us

বিহার: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিহারের নালন্দা জেলায়। বিন্দ থানা এলাকার এই ঘটনা। তুতো দাদা তাঁর ১৩ বছরের বোনের সঙ্গে এই কুকীর্তি করে বলে অভিযোগ। ঘরের দরজা বন্ধ করে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। একইসঙ্গে দাদা তাকে মুখ বন্ধ রাখার হুমকিও দেয় বলে অভিযোগ। বিন্দ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার এই ঘটনা ঘটে। তবে বিষয়টি সামনে আসে শনিবার। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। এদিনই ঘটনাস্থলে যায় পুলিশ। নির্যাতিতার মা তাঁর দেওরের ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। অন্যদিকে ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, ওই নির্যাতিতার বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। মেয়েকে নিয়ে গ্রামে থাকেন মা। এই বাড়িতে অভিযুক্ত যুবকের যাতায়াত লেগেই থাকে। শুক্রবারও এসেছিলেন। ছোট বোনকে মিষ্টি খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান। এরপরই ঘরের দরজা বন্ধ করে নাবালিকার সঙ্গে অভব্য ব্যবহার করেন। একইসঙ্গে তাকে জানান, কোনওভাবে এই ঘটনার কথা যদি জানাজানি হয়, তা হলে বড় বিপদ হয়ে যাবে তার।

এদিকে শনিবার সকালেই অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। মায়ের বারবার প্রশ্নের পর ধীরে ধীরে দাদার কীর্তি জানায় সে। সমস্ত কথা শুনে কপালে হাত পড়ে যায় মায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরই মা মেয়ের পোশাকে রক্তের দাগ দেখতে পান। এরপরই ঘটনা জানাজানি হয়, অভিযোগ করা হয় পুলিশের কাছে। বিন্দ থানার পুলিশ জানিয়েছে, পকসো আইনে অভিযোগ গৃহীত হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।

আরও পড়ুন: Body Recover: বাপ মরা ছেলেদের নিয়ে নতুন করে সংসার মহিলার, এমন সর্বনাশ ভাবতেও পারছে না পরিবার…

আরও পড়ুন: Exclusive Saugata Roy: ‘রাষ্ট্রপুঞ্জে যখন আমাদের লোকেরা গিয়েছে আমাকে কেউ পাঠায়নি’, তবে কি ‘অভিমানী’ সৌগত?

আরও পড়ুন: Exclusive Saugata Roy: বাবুল-শত্রুঘ্নকে কী কারণে প্রার্থী করেছে তৃণমূল, ফাঁস করলেন সৌগত রায়

Next Article