God’s Gift: ‘ঈশ্বরের উপহার’ পেলেন তেজস্বী যাদব
সদ্যোজাতকে কোলে নিয়ে এটি 'ঈশ্বরের উপহার' বলে ছবি পোস্ট করেছেন লালু-পুত্র তেজস্বী যাদব।

পটনা: বাবা হলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। সোমবার সকালে এক ফুটফুটে শিশুকন্যার জম্ম দিয়েছেন তেজস্বীর ঘরণী রাজশ্রী যাদব (Rajshree Yadav)। সদ্যোজাতকে কোলে নিয়ে টুইটারে ছবি পোস্ট প্রথমে নিজেই সুখবরটি জানিয়েছেন লালু-পুত্র। এটি ‘ঈশ্বরের উপহার’ বলেই মন্তব্য করেছেন তেজস্বী যাদব। স্বাভাবিকভাবেই যাদব পরিবারে এখন খুশির হাওয়া। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন RJD নেতাকে।
লালু প্রসাদ যাদবের সর্বকনিষ্ঠ পুত্র হলেন তেজস্বী যাদব। বর্তমানে তিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী। প্রথমবার বাবা হয়ে অভিভূত তেজস্বী। তাই এই কন্যাসন্তান ঈশ্বরের উপহার বলেই টুইটারে লিখেছেন তিনি। হাসপাতালেই সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে টুইটারে ছবি পোস্ট করে লালু-পুত্র লিখেছেন, “ঈশ্বর খুশি হয়েছেন এবং কন্যারূপে উপহার পাঠিয়েছেন।”
ईश्वर ने आनंदित होकर पुत्री रत्न के रूप में उपहार भेजा है। pic.twitter.com/UCikoi3RkM
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 27, 2023
তেজস্বী যাদবের টুইট-পোস্টের পরই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে প্রথম তাঁকে বাবা হওয়ার শুভেচ্ছা জানান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। তিনি (Arvind Kejriwal) টুইটারে হিন্দিতে লেখা শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, “পবিত্র নবরাত্রির দিনে তেজস্বীর কন্যাসন্তান তাঁর এবং সমগ্র যাদব পরিবারের জন্য মাতারানির আশীর্বাদ।”
প্রসঙ্গত, দীর্ঘদিনের বন্ধু রাজশ্রীর সঙ্গে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তেজস্বী যাদব। যদিও সেই সময় রাজশ্রীর নাম ছিল রাচেল গোডিনহো। হরিয়ানার রেওয়াড়ির বাসিন্দা রাচেল পড়াশোনা ও কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। DPS স্কুলে পড়াশোনার সময় থেকেই তাঁদের বন্ধুত্ব। তারপর রাজশ্রী দিল্লিতে বিমান ক্রু হিসাবে কাজ করতেন। বিয়ের পর নাম বদলে রাচেল হন রাজশ্রী যাদব। তেজস্বী বিহারের উপ-মুখ্যমন্ত্রী হলেও তাঁর ঘরণী হিসাবে রাজশ্রী বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে নবরাত্রির সময় তিনি যাদব পরিবারকে বড় উপহার দিলেন। তেজস্বীর দিদি রোহিণী আচার্যও (Rohini Acharya) এই কন্যাসন্তান ঈশ্বরের দেওয়া খুশির উপহার বলে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
