Lalu Prasad Yadav: ‘মানুষের ভালবাসাই ফিরিয়ে এনেছে’, নির্বাচনে অংশ নিতে না পারার আক্ষেপ লালুর গলায়

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 26, 2021 | 10:35 AM

Lalu Prasad Yadav: লালু প্রসাদ যাদব বলেন, "আমি অসুস্থ থাকায় ও জেলবন্দি থাকার কারণে দুটি নির্বাচনে অংশ নিতে পারিনি। এখন উপ-নির্বাচন হচ্ছে, আমি ফিরে আসতে পেরেছি কেবল মানুষের ভালবাসাতেই।"

Lalu Prasad Yadav: মানুষের ভালবাসাই ফিরিয়ে এনেছে, নির্বাচনে অংশ নিতে না পারার আক্ষেপ লালুর গলায়
রাজনীতিতে ক্যামবাক লালু প্রসাদ যাদবের। ফাইল চিত্র।

Follow Us

পটনা: রাজনীতিতে ফিরছেন লালু। জেলে বন্দিদশা ও শারীরিক সমস্যার কারণেই গত দুটি বিধানসভা নির্বাচনে অংশ নিতে না পারতেও বিহারে ফিরতেই ফের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর মতে, মানুষের ভালবাসার কারণেই তিনি ফিরে আসতে পেরেছেন।

সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে লালু প্রসাদ যাদব বলেন, “আমি অসুস্থ থাকায় ও জেলবন্দি থাকার কারণে দুটি নির্বাচনে অংশ নিতে পারিনি। এখন উপ-নির্বাচন হচ্ছে, সেই সময়ই আমি ফিরে আসতে পেরেছি কেবল মানুষের ভালবাসাতেই।” আরজেডি নেতা জানান, আগামী ২৭ অক্টোবর থেকেই তিনি উপ-নির্বাচনের প্রচারে অংশ নেবেন। কুশেশ্বর আস্থান ও তারাপুরে তিনি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন বলে জানান।

 

কংগ্রেস(Congress)-র সঙ্গে জোট প্রসঙ্গে লালু প্রসাদ যাদব বলেন, “জোট সবসময় সম মানসিকতা, চিন্তাধারার ও ধর্মনিরপেক্ষ মানুষদের মধ্যেই হয়। রাজ্যস্তরেও আমরা কংগ্রেস, বাম সহ অন্যান্য দলের সঙ্গে জোট বেঁধেছি। তবে জোটের প্রধান ভূমিকা কংগ্রেসকেই দেওয়া হয়েছে। কংগ্রেসকে আমাদের থেকে বেশি কে সহায়তা করেছে…কংগ্রেস একটা পুরনো দল, জাতীয় স্তরে স্বীকৃতি রয়েছে, আমরা এখনও তা মানি।”

অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)-কে কটাক্ষ করে তিনি বলেন, “নীতীশ কুমারের খুব প্রশংসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি ভাল জানবে, সবাই স্লোগান দিচ্ছেন যে প্রধানমন্ত্রী হওয়া উচিত নীতীশ কুমারের মতো। ওনার এতটাই অহংকার ও লোভ রয়েছে।”

শাসকদলের জোটসঙ্গী বিজেপি(BJP)কেও কটাক্ষ করতে ছাড়েননি লালু। জ্বালানি ও ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, “এখন ডিজেল ঘিয়ের থেকে বেশি দামী হয়ে গিয়েছে। সর্ষের তেল ছাড়া মানুষ কীভাবে রান্না করবে বলুন?”

১৯৯০ সাল থেকে ২০০৫ সাল অবধি বিহারে রাজ করেছিলেন লালু প্রসাদ যাদব। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারের পশুপালন দফতরের মাধ্যমে ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে।

২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই জেলে লালুপ্রসাদ। তবে জেলে থাকলেও তাঁর বেশি সময় কেটেছে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে। এই জানুয়ারি মাসেই শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। লালুর অনুপস্থিতিতেই বিহারে গত বিধানসভা নির্বাচন লড়েছিল রাষ্ট্রীয় জনতা দল। লালুপুত্র তেজস্বী আরজেডির ব্যাটন সামলেছিলেন। সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি-জেডিইউ জোট বিহারের ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার।

আরও পড়ুন: Delhi Fire: গরম আঁচে ভেঙেছিল ঘুম, চোখ খুলেই দেখলেন দাউদাউ করে জ্বলছে ঘর! দমবন্ধ হয়ে মৃত ৪
Next Article