BIhar: হাসপাতালের ভিতরেই চলল গুলি! গর্ভবতী স্ত্রীকে ভর্তি করাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বামী
Man shot at inside hospital in Arrah: হাসপাতাল চত্বরে দুষ্কৃতীদের গুলি খেতে হবে, এমনটা কারও কল্পনাতেও আসে না। বিহারের আরাহ শহরে গর্ভবতী স্ত্রীকে প্রসবের জন্য ভর্তি করাতে এসে এই অকল্পনীয় অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক ব্যক্তি।
পটনা: মানুষ হাসপাতালে আসে চিকিৎসার প্রয়োজনে। চিকিৎসকরা সুস্থ করে তুলবেন, নতুন জীবন দেবেন, এটাই থাকে প্রত্যাশা। হাসপাতাল চত্বরে দুষ্কৃতীদের গুলি খেতে হবে, এমনটা কারও কল্পনাতেও আসে না। এবার, এই অকল্পনীয় ঘটনাই ঘটল বিহারের আরাহ শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায়, গর্ভবতী স্ত্রীকে প্রসবের জন্য ভর্তি করাতে, আরাহ টাউন থানার অন্তর্গত দারাহরা এলাকায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। হাসপাতালের প্রাঙ্গনেই অজ্ঞাত পরিচয় হামলাকারীরা তাঁকে গুলি করে। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।
হাসপাতাল প্রাঙ্গনে এই গুলি চালানোর ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট এবং জিন্স পরে এসেছিল হামলাকারী। মোবাইল ফোনে কথা বলতে বলতে হাসপাতালের করিডোর দিয়ে এগিয়ে আসে সে। এরপর হঠাৎ, ওয়েটিং রুমে বসে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে দুই থেকে তিনটি গুলি ছোড়ে সে। ভিডিয়োটিতে হাসপাতালে উপস্থিত আরেকজনকে দেখা যায় অভিযুক্তকে তাড়া করতে। কিন্তু, গুলির শব্দে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। তারই মধ্যে অন্য একজনের হস্তক্ষেপে হামলাকারী প্রায় কোনও প্রতিরোধ ছাড়াই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
#WATCH | A person was shot by an unknown assailant inside a hospital in Bihar’s Arrah yesterday
Sub-Inspector Anil Singh says, “The injured is being treated. Further investigation is being done.”
(CCTV visuals source: Hospital) pic.twitter.com/Jc3xBiLJ8r
— ANI (@ANI) September 1, 2023
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির শরীরে দুটি গুলি লেগেছে। ফলে তিনি গুরুতর আহত হয়েছেন। তবে, সৌভাগ্যক্রমে তিনি হাসপাতালেই থাকায়, দ্রুত চিকিৎসা পেয়েছেন। চিকিৎসকরা অবিলম্বে গুলি দুটি অপসারণের জন্য অস্ত্রোপচার করেন। চিকিৎসকরা তাঁর শরীর থেকে গুলিদুটি বের করে দিলেও, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনার বিষয়ে একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। টাউন থানার সাব-ইন্সপেক্টর অনিল সিং বলেছেন, “আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।”