Bihar News : হলিউড নয় বাস্তব! স্বামীর বকুনিতে ‘রূপ বদল’ স্ত্রীর, ভ্যাম্পায়ারের মতো গলায় বসালেন কামড়

Bihar News : বিহারে স্বামী-স্ত্রীয়ের মধ্যে বচসা। হঠাৎই মেজাজ হারিয়ে স্বামীর গায়ে কামড় বসালেন স্ত্রী। এর জেরে মারা গিয়েছেন স্বামী।

Bihar News : হলিউড নয় বাস্তব! স্বামীর বকুনিতে ‘রূপ বদল’ স্ত্রীর, ভ্যাম্পায়ারের মতো গলায় বসালেন কামড়
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 11:59 PM

পটনা : হলিউডের বেশ জনপ্রিয় একটি মুভি ফ্র্যাঞ্চাইজির নাম ‘টোয়াইলাইট’। আম জনতার মাঝে ভ্যাম্পায়ারদের বেঁচে থাকার গল্প দেখানো হয় সিনেমাতে। শত্রুদের ঘাড়ে কামড় বসিয়ে মেলে ফেলার দৃশ্যও দেখানো হয় তাতে। বা ড্র্যাকুলার রূপকথার গল্পেও ভ্যাম্পায়ারদের রক্ত চুষে খুন করার বর্ণনা রয়েছে। তবে বাস্তব জীবনে এমনটা সচরাচর দেখা যায় না। তবে সম্প্রতি এমনই এক গায়ে কাঁটা দেওয়া ঘটনা ঘটেছে পড়শি রাজ্য বিহারে। স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় স্ত্রী রাগের মাথায় স্বামীর গলায় কামড় বসিয়ে তাঁকে খুন করেছে! জানা গিয়েছে, বিহারের রোহতাস জেলার বিক্রমগঞ্জ থানা এলাকার বরনা গ্রামে এক মহিলা তাঁর স্বামীকে খুন করেন গলায় দাঁত বসিয়ে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত লাভলি সিং তাঁর ভাই ও মামাবাড়ি থেকে আসা অন্যান্য আত্মীয়দের সঙ্গে পলাতক। এদিকে মৃত মহর্ষি সিংয়ের (বয়স ৩২ বছর) মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাসারামের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে, মৃতের বড় ভাই সুশীল কুমার জানান, মহর্ষি সিং শনিবার বেলা ১১টার দিকে তাঁর ভাগ্নেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরেন। তখন তাঁর স্ত্রী লাভলি দেবী তাঁর নিজের ঘরে ছিলেন। মহর্ষি আওয়াজ তুললেও দরজা খোলেনি লাভলি। এর পর মহর্ষি রেগে গিয়ে বাইরে থেকে কিছু একটা বলেন লাভলিকে। তখন লাভলি দরজা খুলে তাঁর ওপর চড়াও হয়। এদিকে স্ত্রী এভাবে আচমকা চড়াও হতেই মহর্ষি মাটিতে পড়ে যান এবং স্ত্রী তার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। এরপর ঘটনাস্থলেই মারা যান মহর্ষি। ঘটনার পর, লাভলি তাঁর মামার বাড়িতে জানায়, প্রায় দেড় ঘণ্টা পরে তাঁর ভাই এবং অন্যান্য আত্মীয়রা এসে তাঁকে নিয়ে যায়। তাঁর মামারবাড়ি ভোজপুর জেলার উদবন্তনগর থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদবন্তনগর থানা এলাকার এক গ্রামের বাসিন্দা সুরেন্দ্র সিংয়ের মেয়ে লাভলি। লাভলির সঙ্গে দুই বছর আগেই মহর্ষির বিয়ে হয়। তাঁদের একটি ১০ মাস বয়সী কন্যা সন্তানও রয়েছে। এদিকে নিহত মহর্ষির মা গুলবাস দেবীর অবস্থা এই ঘটনার পর থেকেই খারাপ। ঘটনায় পুলিশ লাভলির বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। লাভলির খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : Bhopal News : ‘সাধের’ সিঙ্গাড়াই ডেকে আনল মর্মান্তিক পরিণতি! কী হল তারপর…