মুম্বই: সামনেই ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। ৫ নির্বাচনেরই ফল ঘোষণা ২ মে। সারা দেশে সামগ্রিক রাজনৈতিক প্রভাবের একটা বড়সড় আন্দাজ মিলবে সে দিন। তবে তার আগেই ২ মে-র ভবিষ্য়দ্বাণী করে দিলেন জাতীয়তাবাদী কংগ্রেস দলের (এনসিপি) সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar)। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফ জানালেন, আসন্ন নির্বাচনে ৩টি রাজ্যে বিজেপির হার নিশ্চিত। তবে অসম নিয়ে দ্বিধায় বর্ষীয়ান নেতা।
মহারাষ্ট্রের পুণেতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এনসিপি প্রধান। সেখানেই ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর মতে জানালেন শরদ। উঠে এল বাংলার প্রসঙ্গও। শরদ পাওয়ারের অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি। তিনি বলেন, “আমার কোনও সন্দেহই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসবে তৃণমূল।” কেরল নিয়েও সাফ কথা তাঁর। শরদ বলেন, “কেরলে বামপন্থী দলগুলি ও এনসিপি একসঙ্গে লড়ছে, সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে।”
তামিলনাড়ুতেও স্তালিনের জয় নিয়ে আশাবাদী শরদ পাওয়ার। তাঁর মতে, তামিলনাড়ুর মানুষ ডিএমকের ওপর ভরসা করবেন। পশ্চিমবঙ্গ নিয়ে কথা উঠতেই শরদের মুখে উঠে এল ‘বোনের উপর হামলার’ কথা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে কেন্দ্র ও বিজেপি ক্ষমতার অপব্যবহার করে এক বোনের উপর হামলা করতে চাইছে যে মানুষের জন্য লড়ার চেষ্টা চালাচ্ছে।” তবে তামিলনাড়ু, কেরল ও পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় হলেও অসম নিয়ে উল্টো মত শরদ পাওয়ারের।
অসমে তিন দফার ভোট। সে রাজ্যে অসম গণ পরিষদের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে বিজেপি। বামপন্থী দলগুলি, কংগ্রেস ও এআইইউডিএফ একত্রিত হয়ে বিজেপি জোটের বিরুদ্ধে লড়ছে। সেই নির্বাচনে বিজেপির জয় দেখছেন শরদ। তিনি বলেন, “যা তথ্য পেয়েছি অসমে অন্যান্য রাজ্য থেকে ভাল অবস্থায় রয়েছে বিজেপি। সেখানে ক্ষমতা পুনর্দখল করবে তারা। তবে অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনে হারবে পদ্ম শিবির। এই নির্বাচনই দেশকে পথ দেখাবে, এই বিষয়েও আত্মবিশ্বাসী আমি।”
আরও পড়ুন: উদ্ধবের রাজ্য থেকে এলেই এক সপ্তাহ থাকতে হবে কোয়ারান্টিনে, নয়া নির্দেশিকা শিবরাজ্যে