Bangla NewsIndia BJP leader Sudhanshu Trivedi visits TV9 festival of India
Festival of India: টিভি৯-র দুর্গাপুজোয় বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী
Festival of India: ৯ অক্টোবর থেকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। পাঁচদিন ব্যাপী এই উৎসবে যেমন সাধারণ মানুষ সামিল হয়েছেন, তেমনই বিশিষ্টজনরাও আসছেন। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই উৎসবে সামিল হন বিজেপির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী।