Public Holiday: রামমন্দির উদ্বোধনের দিন সরকারি ছুটি ঘোষণা করা হোক, দাবি বিজেপি বিধায়কের
Ram Temple innaguration: রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিটে বিগ্রহ নতুন মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপন করা হবে। সেদিন সকলকে বাড়িতে বসেই অনুষ্ঠান দেখার আবেদন জানিয়েছেন রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে রামমন্দিরের দ্বার।
মুম্বই: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে (Ram temple) বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। দেশ-বিদেশের কয়েক হাজার বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিশেষ মুহূর্ত দেশবাসীকে দেখার সুযোগ করে দিতে বিশেষ বন্দোবস্ত করেছে রামমন্দির ট্রাস্ট। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান অনলাইনে ও বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচারিত করা হবে। তবে সকলে যাতে এই অনুষ্ঠান দেখার সুযোগ পান সেজন্য বিশেষ দাবি জানালেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক। ২২ জানুয়ারি মহারাষ্ট্রে সরকারি ছুটি ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি।
মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অতুল ভাটখালকার আগামী ২২ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার দাবি তুলেছেন। এই বিষয়ে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠিও দিয়েছেন তিনি। চিঠিতে সরকারি ও বেসরকারি সমস্ত সংস্থায় সরকারি ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন মুম্বইয়ের কান্দিভালির বিধায়ক অতুল ভাটখালকার।
২২ জানুয়ারি ছুটি দেওয়ার বিষয়ে অতুল ভাটখালকারের একটি ভিডিয়ো-বার্তাও শোনা যায়। সেই ভিডিয়ো-বার্তাটিতে তিনি বলেন, প্রত্যেকের (রামমন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা) অনুষ্ঠানটি দেখার বিষয়টি নিশ্চিত করা উচিত।
প্রসঙ্গত, রামমন্দিরে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা আগামী ২২ জানুয়ারি হলেও অনুষ্ঠান-পর্ব শুরু হচ্ছে ১৫ জানুয়ারি থেকে। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে আলোয় সাজানো হচ্ছে গোটা শহর। ২২ জানুয়ারি অযোধ্যার সমস্ত স্কুল, কলেজেও ছুটি ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, ২২ জানুয়ারি দুপুর ১২টা ২০ মিনিটে বিগ্রহ নতুন মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপন করা হবে। সেদিন সকলকে বাড়িতে বসেই অনুষ্ঠান দেখার আবেদন জানিয়েছেন রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে রামমন্দিরের দ্বার।