দেহরাদুন: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন খটিমার বিজেপি বিধায়ক পুষ্কর সিং ধামি। রবিবার দেহরাদুনে রাজভবনে শপথ নেন তিনি। রাজ্যপাল বেবি রানি মৌর্য তাঁকে শপথ বাক্য পাঠ করান। পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী। তাঁর শপথ পাঠের মুহূর্তে রাজভবনে ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতারা।
শপথ নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, “আমি যুবদের নিয়ে কাজ করব। আমি ওদের সমস্যাটা জানি। কোভিড কী ভাবে ওদের জীবন-জীবিকায় থাবা বসিয়েছে বুঝতে পারি। আমরা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করব। রাজ্যের শূন্য পদগুলিতে যতটা সম্ভব যুবদের নিয়োগ করা হবে।”
এদিন শপথগ্রহণের পরই দেহরাদুনে প্রশাসনিক ভবনে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে ধামির মন্ত্রিসভার সদস্য সুবোধ উনিয়াল জানান, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যুবদের উন্নয়নে পদক্ষেপ করা হবে।
Uttarakhand’s new Chief Minister Pushkar Singh Dhami chairs a meeting of the State Cabinet in Dehradun
“Many important decisions have been taken in the meeting, in interests of the youth and unemployed persons,” says State Govt Spokesperson Subodh Uniyal pic.twitter.com/gPr2nAAlLy
— ANI (@ANI) July 4, 2021
পুষ্কর সিং উধমনগর জেলার খটিমার দু’বারের বিধায়ক। বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন পিথোরাগড়ের এই তরুণ নেতা। বিজেপি যুব মোর্চার প্রদেশ অধ্যক্ষ পদ সামলেছেন তিনি। ছাত্র রাজনীতি করেছেন কলেজে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্য ছিলেন প্রথম থেকেই। মুখ্যমন্ত্রী হয়ে তাই যুবশক্তিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি।
BJP MLA Pushkar Singh Dhami sworn-in as the next Chief Minister of Uttarakhand, at a programme in Raj Bhawan, Dehradun pic.twitter.com/FFQcbU0gQ0
— ANI (@ANI) July 4, 2021
আরও পড়ুন: Farm Law: বাদল অধিবেশন শুরু হতেই সংসদের সামনে বসবেন ২০০ কৃষক, লাগাতার প্রতিবাদের হুঁশিয়ারি
তবে মাত্র ৪৫ বছর বয়সে মুখ্যমন্ত্রী। বাকি বিধায়কদের তা মানতে অসুবিধা হবে না? উত্তরে পুষ্কর জানান, “আমি বয়সে নবীণ। সকলেই অভিজ্ঞ। এখানে দল আমাকে দায়িত্ব দিয়েছে। নবীণ-প্রবীণ নির্বিশেষে সকলেরই উচিৎ এক জোট হয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে চলা।”