বন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Mar 17, 2021 | 11:57 AM

ন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের (BJP MLA) রাম স্বরূপ শর্মার (Ram Swaroop Sharma) দেহ।

বন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: বন্ধ ঘর থেকে উদ্ধার বিজেপি সাংসদের (BJP MLA) রাম স্বরূপ শর্মার (Ram Swaroop Sharma) দেহ। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

নয়া দিল্লির নর্থ অ্যাভিনিউয়ের বাসভবনে স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে থাকতেন সাংসদ। বুধবার সকালে সেখান থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আপাতত সংসদের সমস্ত কাজ স্থগিত রাখা হয়েছে।

হিমাচলপ্রদেশের মাণ্ডি জেলাতে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেছিলেন রামস্বরূপ শর্মা। ২০১৪ সালে প্রথম লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফের মাণ্ডি থেকেই জয়লাভ করেন তিনি। পাশাপাশি তিনি বেশ কিছু দিন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে পত্রবোমা কমিশনের, ‘কেন এসব বলছেন নিজেই জানবেন’, লিখলেন সুদীপ জৈন

তবে কীভাবে তাঁর মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন সাংসদ। মৃত্যুর কারণ স্পষ্ট করতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Next Article