মুখ্যমন্ত্রীকে পত্রবোমা কমিশনের, ‘কেন এসব বলছেন নিজেই জানবেন’, লিখলেন সুদীপ জৈন

চার পাতার এই চিঠিতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন লেখেন, "কমিশনকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।" চিঠিতে 'মাননীয়া ম্যাডাম' কথাটি নিজের হাতেই লিখেছেন জৈন।

মুখ্যমন্ত্রীকে পত্রবোমা কমিশনের, 'কেন এসব বলছেন নিজেই জানবেন', লিখলেন সুদীপ জৈন
অলংকরণ-অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 10:29 PM

কলকাতা: নন্দীগ্রামকাণ্ড (Nandigram) নিয়ে এ বার সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অত্যন্ত কড়া চিঠি দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার (Election Commission) সুদীপ জৈন (Sudip Jain)। দুর্ঘটনার পর তৃণমূল সুপ্রিমোর ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে করা মন্তব্যের পাশাপাশি পরবর্তী ঘটনাক্রমকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন জৈন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এ দিনের একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি লিখেছেন, “এমন মন্তব্য কেন করা হল তা তিনিই (মমতা) বলতে পারবেন।”

চার পাতার এই চিঠিতে ডেপুটি কমিশনার আরও লেখেন, “কমিশনকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।” চিঠিতে ‘মাননীয়া ম্যাডাম’ কথাটি নিজের হাতেই লিখেছেন জৈন। তৃণমূলের যে সংসদীয় দল নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে গোটা ঘটনায় তদন্ত করে কমিশন ও রাজ্য প্রশাসন যে রিপোর্ট দিয়েছিল সেটার কথাও তুলে ধরা হয়েছে। কেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে কেন অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হল, সেই ব্যাখ্যাও দিয়েছে কমিশন।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তাঁর নিরাপত্তার বিষয়ে আরও সতর্কীকরণের কথা উল্লেখ করা হয়েছে। যদিও কমিশন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে এই ঘটনা কার্যত নজিরবিহীন বলা চলে। কেননা, সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘কমিশনকে ছোট করার চেষ্টা হচ্ছে’ বলে যে কথা সুদীপ জৈন লিখেছেন, সেই ধরনে ঘটনার নজির ইতিপূর্বে নেই। উনিশেও কমিশন বনাম শাসকদলের টানাপড়েন চরম আকার ধারণ করেছিল। তবে খোদ কমিশন মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, এমন পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন: ‘কে চালাচ্ছে কমিশন? আপনি চালাচ্ছেন না তো অমিত শাহ বাবু?

এই চিঠিও এমন একটা সময়ে এসেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবারই বাঁকুড়ার এক জনসভা থেকে তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছিল, “নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কে চালাচ্ছে এই কমিশন? আপনি চালাচ্ছেন না তো অমিত শাহ বাবু? হু ইজ অমিত শাহ। কমিশনের কাজে নাক গলাচ্ছেন। আমাদের বিরুদ্ধে নিয়মিত চক্রান্ত করছেন। আমার নিরাপত্তা আধিকারিককেও (বিবেক সহায়) সরিয়ে দিয়েছে। ভোটের সময় সরকারি কর্তাদের হেনস্থা করা হচ্ছে। কী চায়, মেরে ফেলতে?” ওয়াকিবহাল মহলের মতে মমত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই চুপ না থেকে এই পত্রবোমা নিক্ষেপ করেছে কমিশন।

কমিশন বস্তুত সাফ করে দিতে চেয়েছে, কোনও রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে নয়, নির্বাচন কমিশন নিজের অধিকার ও ক্ষমতার মধ্যে থেকেই কাজ করছে। এবং কোনও রাজনৈতিক প্রভাব সেক্ষেত্রে নেই। কমিশনের সাফ বক্তব্য, “কোনও বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দিতে চায় না কমিশন। তৃণমূলকেও যতবার চেয়েছে তাদের সময় দিয়েছে কমিশন। এটা দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী এই ধরনের বিশ্বাস চিরস্থায়ী করতে চাইছেন।” কমিশনের এই চিঠির পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “এ বার মুখ্যমন্ত্রী-সহ বাকিদের নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাওয়া উচিত।”

আরও পড়ুন: নবান্নে ‘না’, ক্ষমতায় এলে মহাকরণে সচিবালয় ফেরাবে বিজেপি

শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
বাতাসে বারুদের গন্ধ, ৫ বছরেও বদলায়নি ভাটপাড়া!
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
শুভেন্দু অধিকারীকে 'স্বপ্নের অভিধান' কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
সামান্য পুরসভাকর্মীর অ্য়াকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকা, ইডি তল্লাশি চালাত
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
'লেজকাটা বাঁদর', দলের কর্মীদের উদ্দেশে বিস্ফোরক অশোকনগরের তৃণমূল বিধায়
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
মাদারিহাটে গড় ধরে রাখতে পারবে বিজেপি? কী হবে সিতাইয়ে?
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍
Manoj Mitra: প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকাচ্ছন্ন সংস্কৃতি জগত্‍