নয়া দিল্লি: চলতি মাসের ২১ তারিখ বীরভূম জেলার বগটুই গ্রামে (Bagtui Genocide) নৃশংস নরহত্যা হয়েছিল। সব মিলিয়ে শিশু, মহিলা সহ মোট ৯ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর শুধু রাজ্যই নয়, গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়। ঘটনার সামনে আসার পর রাজ্য সরকার দ্রুত সিট গঠন করলেও, সিটের তদন্তে আস্থা না রাখতে পেরে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বগটুই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার এবং তৃণমূলকে চাপে ফেলতে চাইছে বিজেপি। বগটুইয়ের ঘটনার পর বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিল। তবে বগটুই যাওয়ার পথে রাস্তায় সিমেন্ট বোঝাই লরি থামিয়ে বিজেপিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছিল। এবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে বগটুই কাণ্ড নিয়ে রিপোর্ট পেশ করলে বিজেপি। বিজেপির পেশ করা ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ রিপোর্টে সাংসদ ব্রিজলাল, সত্যপাল সিং, কেসি রামামূর্তি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় মুখপাত্র ভারতী ঘোষের সই রয়েছে।
কী লেখা আছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে?
বিজেপি প্রথম থেকেই বগটুই কাণ্ড নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল। এবার এই ইস্যুকে হাতিয়ার করেই জাতীয় রাজনীতিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে বিজেপি, এমনটা মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন Accident in Salt Lake: সেক্টর ফাইভে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুটি চালককে পিষে দিয়ে পালাল স্কুল বাস