JP Nadda: ‘আজও সেখানেই দাঁড়িয়ে রয়েছি’, রাহুলের ‘ক্রিপ্টেড পিআর’ ভিডিয়ো শেয়ার নাড্ডার

JP Nadda: নাড্ডার শেয়ার করা ভিডিয়োয় রাহুলের 'ভোটার অধিকার যাত্রা'-র একটা অংশ দেখানো হয়। রাহুলের সঙ্গে ওই যাত্রায় তেজস্বী যাদবও ছিলেন। যেখানে এক মহিলা অভিযোগ করেন, তাঁর পরিবারের ৬ জনের নাম নতুন এই খসড়া তালিকায় নেই। তখন রাহুল জিজ্ঞাসা করেন, আগে ভোটার তালিকায় কি নাম ছিল? মহিলা জানান, আগে নাম ছিল। কিন্তু এখন নাম নেই।

JP Nadda: আজও সেখানেই দাঁড়িয়ে রয়েছি,  রাহুলের ক্রিপ্টেড পিআর ভিডিয়ো শেয়ার নাড্ডার
ভিডিয়ো শেয়ার করে কী বললেন জেপি নাড্ডা?Image Credit source: X handle

Aug 19, 2025 | 9:24 PM

পটনা ও নয়াদিল্লি: বিহারে খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। নির্বাচনের কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ‘ভোট চুরি’-র অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই আবহে একটি ভিডিয়ো শেয়ার করে রাহুলকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক্স হ্যান্ডলে রাহুলের ‘স্ক্রিপ্টেড পিআর’-র ওই ভিডিয়ো শেয়ার করে নাড্ডা লিখেছেন, “আমি আজও সেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমার মিথ্যা ধরা পড়েছিল।”

নাড্ডার শেয়ার করা ভিডিয়োয় রাহুলের ‘ভোটার অধিকার যাত্রা’-র একটা অংশ দেখানো হয়। রাহুলের সঙ্গে ওই যাত্রায় তেজস্বী যাদবও ছিলেন। যেখানে এক মহিলা অভিযোগ করেন, তাঁর পরিবারের ৬ জনের নাম নতুন এই খসড়া তালিকায় নেই। তখন রাহুল জিজ্ঞাসা করেন, আগে ভোটার তালিকায় কি নাম ছিল? মহিলা জানান, আগে নাম ছিল। কিন্তু এখন নাম নেই।

এরপরই ওই ভিডিয়োর আর একটি অংশ দেখানো হয়। যেখানে মহিলা বলেন, তাঁরা অশিক্ষিত। গ্রামের লোক। তাঁদের ভুল বুঝিয়ে রাহুলের সভায় নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল, তাঁদের নাম নতুন তালিকায় নেই। তাঁরা যেন রাহুল গান্ধীর কাছে গিয়ে সেকথা বলেন। এবং ভোটার তালিকায় নাম তোলান। সেই মতো তাঁরা রাহুলের সভায় গিয়েছিলেন বলে জানান। পরে ব্লক লেভেল অফিসার ওই মহিলার বাড়িতে যান। সেখানে খসড়া তালিকা তাঁদের দেখানো হয়। দেখা যায়, ওই মহিলার পরিবারের সবার নাম খসড়া তালিকায় রয়েছে। মহিলা সেকথা স্বীকারও করেন।

সেই ভিডিয়ো শেয়ার করে রাহুলকে কটাক্ষ করে নাড্ডা লিখেছেন, “আজও আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে আমার মিথ্যা ধরা পড়েছে। সত্য সামনে এসেছে। আমি নিজেকে হাসির পাত্র করে তুলেছি। আমি আজও সেখানে দাঁড়িয়ে আছি।”