রাজ্যে সন্ত্রাসের পরিবেশ, অবাধ নির্বাচন সম্ভব নয়, নালিশ নিয়ে কমিশনে বিজেপি

ঋদ্ধীশ দত্ত |

Mar 20, 2021 | 1:37 AM

একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে কমিশন যান বিজেপির প্রতিনিধি দল। গেরুয়া শিবিরের দাবি, নন্দীগ্রামের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

রাজ্যে সন্ত্রাসের পরিবেশ, অবাধ নির্বাচন সম্ভব নয়, নালিশ নিয়ে কমিশনে বিজেপি
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: শান্তিপূর্ণ নির্বাচনের (West Bengal Assembly Election 2021) দাবিতে ফের একবার নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP)। বঙ্গ বিজেপি সহ-সভাপতি শমীক ভট্টাচার্য এ দিন জানান, রাজ্যজুড়ে যেভাবে চতুর্দিকে সন্ত্রাস চলছে তাতে কোনও ভাবেই অবাধ নির্বাচন সম্ভব নয়। তাই একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে কমিশন যান বিজেপির প্রতিনিধি দল। গেরুয়া শিবিরের দাবি, নন্দীগ্রামের প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ইভিএম কারচুপি ও ভোট লুট হতে পারে। তার পালটা জবাব দিয়ে এ দিন শমীক বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমের ভরসায় ক্ষমতায় এসেছিলেন। তিনি এখন সেটা ভুলে গিয়েছেন। বিজেপি নেতা কটাক্ষের সুরে আরও বলে, এখন হারবেন বলে ইভিএমকে দোষ দিচ্ছে। ‌

বিজেপির দাবি, নির্বাচনী বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্যের পুলিস রাখা যাবে না। তিনি আরও মনে করিয়ে দিয়ে বলেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন, নির্বাচনে কোনও রাজ্য পুলিশ রাখা যাবে না। এখন বিজেপি একই দাবি করছে। কেননা রাজ্যে যেভাবে সন্ত্রাস চলছে, এই অবস্থায় কোনও ভাবেই অবাধ নির্বাচন সম্ভব হবে না।

আরও পড়ুন: ২ মে পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে, বিজেপির মাজা ভাঙবে জঙ্গলমহল: অভিষেক

অন্যদিকে, গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ফের একবার গোটা রাজ্যে ক্ষোভের ছবি দেখা গিয়েছে। যদিও বিজেপি নেতার দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর মতো ঘটনা ঘটাচ্ছেন, তাঁরা কেউ বিজেপি কর্মীই নয়।

আরও পড়ুন: ‘ভয় পেতে পারে কেন্দ্রীয় বাহিনীকে, সঙ্গে থাকুক রাজ্য পুলিশ’, কমিশনে দাবি তৃণমূলের

Next Article