
নয়া দিল্লি: ১০০ দিনের কাজে এসেছে বদল। নাম বদলেছে মনরেগা। বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম। এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদ থেকে শুরু করে রাজ্যের কোণায় কোণায় মনরেগার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছে। এবার মনরেগা নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দেবে বিজেপি। ভিবি জি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের জন্য কোমর বাঁধছে বিজেপি।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম নির্বাচনের আগে ভিবি জি রামজি নিয়ে এবার বিরোধীদের পাল্টা পথে নামার পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব।
মনরেগা বাতিল এবং গান্ধীজি-কে অপমানের প্রতিবাদে ইতিমধ্যেই প্রচার করছে তৃণমূল। ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেসও। এর পাল্টা বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা বিজেপির। বিরোধীরা যে তথ্য তুলে প্রচার করবে তার পাল্টা বক্তব্য মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভা এবং রাজ্যসভার সাংসদ, প্রদেশ সভাপতি এবং রাজ্য সাধারণ সম্পাদকদের (সংগঠন) নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছেন।বৈঠকে নতুন আইনের খুঁটিনাটি নিয়ে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পালা।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ক্রমাগত দাবি করে এসেছে যে বাংলার বকেয়া ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ভিবি জি রাম জি প্রকল্প চালু হওয়ার পরই তৃণমূল প্রচার করছে যে ১০০ দিনের কাজের যাতে টাকা না দিতে হয়, তার জন্যই প্রকল্পের নাম বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তার পাল্টা প্রচার করবে বিজেপি।