ফের অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল বৈষ্ণো দেবী মন্দির
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ছবি। দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢাকছে মন্দির চত্বর।
শ্রীনগর: কাশ্মীরের বৈষ্ণো দেবী মন্দিরে অগ্নিকাণ্ড। মঙ্গলবার আচমকা আগুন লেগে যায় বিখ্যাত এই মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি আসছে, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে মন্দির। বৈষ্ণো দেবী মন্দিরের সিইও জানিয়েছেন, আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন। হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মূল মন্দির চত্বরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি ক্যাশ কাউন্টিং রুমে আগুন লেগে যায়। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। মন্দিরের বোর্ডের সমস্যরাই ছুটে যান আগুন নেভাতে। তাঁদের চেষ্টায় আগুণ কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: নতুন টিকা নীতিতে খরচ ৫০,০০০ কোটি, কোত্থেকে আসবে টাকা? জানাল অর্থমন্ত্রক
গতকাল, সোমবারই এক অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে পুনেতে। এক স্যানিটাইজার কারখানায় আগুন লাগে। এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস নামে এক সংস্থায় এ দিন অন্তত ৩৭ জন কাজ করছিলেন, যখন আগুন লাগে। ১৮ জন কর্মীর মৃতদেহ বের করে আনা হয়।
Counting centre room catches fire (near reception room )at Mata Vaishno devi bhawan shrine pic.twitter.com/4dC5RmyD0i
— Mohit Kandhari (@mkandharii) June 8, 2021
Fire at cash counter of Mata Vaishno Devi Shrine pic.twitter.com/sOB5bBcQKR
— Pawan Durani (@PawanDurani) June 8, 2021