AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cafe Blast: ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল নামকরা ক্যাফে, আহত কমপক্ষে ৪

Bengaluru: এ দিন দুপুর একটা নাগাদ বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফে নামক একটি ক্যাফেতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হয়েছেন ক্যাফের তিনজন কর্মী ও একজন গ্রাহক। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর কোনও আগুন দেখা যায়নি। তাই রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি বলেই মনে করা হচ্ছে।

Cafe Blast: ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল নামকরা ক্যাফে, আহত কমপক্ষে ৪
বিস্ফোরণস্থল খতিয়ে দেখছে পুলিশ।Image Credit: Twitter
| Updated on: Mar 01, 2024 | 3:52 PM
Share

বেঙ্গালুরু: দিনে-দুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণ। জমজমাট ক্যাফের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ। আহত কমপক্ষে চারজন। শুক্রবার দুপুরে হঠাৎ বিস্ফোরণ হয় বেঙ্গালুরুর একটি জনপ্রিয় ক্যাফেতে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেন্সিক টিম। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিস্ফোরণের পরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর একটা নাগাদ বেঙ্গালুরুর ব্রুকফিল্ড এলাকায় রামেশ্বরম ক্যাফে নামক একটি ক্যাফেতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হয়েছেন ক্যাফের তিনজন কর্মী ও একজন গ্রাহক। দুপুরের সময় হওয়ায় বিস্ফোরণের সময় ক্যাফেতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গ্রাহক। ভয়ে তাঁরা ছুটে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর কোনও আগুন দেখা যায়নি। তাই রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি বলেই মনে করা হচ্ছে। গ্যাস পাইপলাইন লিক হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক সূত্রে খবর, ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়। কে বা কারা ওই ব্যাগ এনে রেখেছিল, তা এখনও জানা যায়নি। ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফরেন্সিক টিম।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে।