সিমলা : ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। ঘটনায় মৃত্যু হল সাতজনের। বাজি কারখানায় (Firecracker Factory) আগুন লেগে যাওয়ার পরই ঘটে বিস্ফোরণ। কারখানার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েই ছ’জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উনার একটি বাজি কারখানায় ওই ঘটনা ঘটে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মৃত ছ’জনই ওই কারখানার কর্মী বলে জানা গিয়েছে।
হিমাচল প্রদেশের উনায় বাথু শিল্পাঞ্চলের ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। প্রথমেই ছুটে যায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কারখানার ভিতরে সেই সময় ছিলেন কর্মীরা। দ্রুত তাঁদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়। বেশ কয়েকজনকে উনা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সাতজনকে বাঁচানো সম্ভব হয়নি।
উনার ডেপুটি কমিশনার রাঘব শর্মা জানিয়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পরিযায়ী শ্রমিক। প্রধানমন্ত্রী দফতরের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
Himachal Pradesh | At least six workers charred to death in a blast at a factory in Bathu industrial area of Una. Around 12 suffered burn injuries and brought to a hospital in Una. pic.twitter.com/gmt5B0nJ4K
— ANI (@ANI) February 22, 2022
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। এরপরই ঘটনাস্থলে গিয়ে দেখেন দগ্ধ ৬ দেহ পড়ে রয়েছে কারখানায়। একটি ভাড়া বাড়িতে বাজি তৈরির ওই কারখানা চলছিল বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে শিল্পাঞ্চলে অবস্থিত হলেও ওই কারখানার কোনও রেজিস্ট্রেশন ছিল না শিল্প দফতরে। কারখানার বৈধ লাইসেন্স ছিল না বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন : Minor Death: মর্মান্তিক! ছেলের মৃত্যুর ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা-মা