Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTTF: ভালবাসা ঝরে পড়ল ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালে’, পাপনের সুরে মাতল শ্রোতারা

Papon: হাজার হাজার মানুষ পাপনের লাইভ গান শুনতে এসেছিলেন। TV9-এর এই উদ্যোগের প্রশংসা করেছেন গায়ক।

| Updated on: Feb 15, 2025 | 10:01 AM
ভালবাসার মাসে TV9 নেটওয়ার্কের উপহার 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'। দেশ-বিদেশের ভ্রমণের ঠিকানার খোঁজ দিচ্ছে এই ফেস্টিভাল। এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলল জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপনের লাইভ পারফরম্যান্স। 

ভালবাসার মাসে TV9 নেটওয়ার্কের উপহার 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'। দেশ-বিদেশের ভ্রমণের ঠিকানার খোঁজ দিচ্ছে এই ফেস্টিভাল। এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলল জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপনের লাইভ পারফরম্যান্স। 

1 / 6
ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'-এ প্রাণ সঞ্চার করলেন পাপন। তার অনন্য কণ্ঠ এবং গান দিয়ে শ্রোতাদের মোহিত করেন।

ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'-এ প্রাণ সঞ্চার করলেন পাপন। তার অনন্য কণ্ঠ এবং গান দিয়ে শ্রোতাদের মোহিত করেন।

2 / 6
হাজার হাজার মানুষ পাপনের লাইভ গান শুনতে এসেছিলেন। TV9-এর এই উদ্যোগের প্রশংসা করেছেন গায়ক।

হাজার হাজার মানুষ পাপনের লাইভ গান শুনতে এসেছিলেন। TV9-এর এই উদ্যোগের প্রশংসা করেছেন গায়ক।

3 / 6
শুধু কনসার্ট নয়, 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল' ভ্রমণপ্রেমীদের জন্য অনেক কিছু সঞ্চয় করে রেখেছে। ভ্রমণ ও ছুটির পরিকল্পনা, ইকো-ট্যুরিজম, সঙ্গীত ও সংস্কৃতি কেন্দ্রিক ভ্রমণের মতো অনেক কিছু রয়েছে, যা আগত দর্শকরা উপভোগ করছিল।

শুধু কনসার্ট নয়, 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল' ভ্রমণপ্রেমীদের জন্য অনেক কিছু সঞ্চয় করে রেখেছে। ভ্রমণ ও ছুটির পরিকল্পনা, ইকো-ট্যুরিজম, সঙ্গীত ও সংস্কৃতি কেন্দ্রিক ভ্রমণের মতো অনেক কিছু রয়েছে, যা আগত দর্শকরা উপভোগ করছিল।

4 / 6
পাপনের আসল নাম অঙ্গরাগ মহন্ত। পেপন অসমের বাসিন্দা । বলিউডে বেশ জনপ্রিয় গায়ক তিনি। হিন্দি ছাড়াও, পেপন বাংলা, তামিল এবং মারাঠির মতো একাধিক ভাষায় গান গেয়েছেন পাপন।

পাপনের আসল নাম অঙ্গরাগ মহন্ত। পেপন অসমের বাসিন্দা । বলিউডে বেশ জনপ্রিয় গায়ক তিনি। হিন্দি ছাড়াও, পেপন বাংলা, তামিল এবং মারাঠির মতো একাধিক ভাষায় গান গেয়েছেন পাপন।

5 / 6
 বলিউডে পাপন 'বরফি', 'সুলতান', 'হামারি আধুরি কাহানি', 'দম লাগা কে হাইশা', 'বজরঙ্গি ভাইজান' এবং 'কারিব-কারিব সিঙ্গেল'-এর মতো অনেক ছবিতে গান গেয়েছেন।

 বলিউডে পাপন 'বরফি', 'সুলতান', 'হামারি আধুরি কাহানি', 'দম লাগা কে হাইশা', 'বজরঙ্গি ভাইজান' এবং 'কারিব-কারিব সিঙ্গেল'-এর মতো অনেক ছবিতে গান গেয়েছেন।

6 / 6
Follow Us:
যাদবপুরে ইফতার নিয়ে বড় কথা নাখোদার ইমামের
যাদবপুরে ইফতার নিয়ে বড় কথা নাখোদার ইমামের
'সব ধর্মে রোজা আছে', সুন্দর করে বোঝালেন নাখোদার ইমাম
'সব ধর্মে রোজা আছে', সুন্দর করে বোঝালেন নাখোদার ইমাম
মুসলমানরা জানেন, হাতির দেখানোর দাঁত একটা আর খাওয়ার দাঁত একটা: দেবাংশু
মুসলমানরা জানেন, হাতির দেখানোর দাঁত একটা আর খাওয়ার দাঁত একটা: দেবাংশু
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!