High Court Imposes Fine: এই ভাবে ঘুড়ি ওড়ালেই পড়বে ২৫ হাজার টাকা জরিমানা, নির্দেশ হাইকোর্টের
High Court Imposes Fine on Flying Kites: সংশ্লিষ্ট বেঞ্চের মতে, 'নাইলন মাঞ্জার জেরে বিপদ বাড়ছে। এই নির্দেশিকা জারির পরেও প্রশাসন উদার থেকেছে। যা সরাসরি সংবিধানে ২১ নং ধারার অধীনে জীবনের অধিকারকে লঙ্ঘন করে। আর এই বিশেষ মাঞ্জা যে শুধুই মানুষের জন্য বিপদ ডেকে আনে, এমনটা নয়। পাখি এবং অন্যান্য প্রাণীর জন্য ভয়ঙ্কর।'

মুম্বই: ঘুড়ি ওড়ালে গুনতে হতে পারে ২৫ হাজার টাকা জরিমানা। নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মকর সংক্রান্তির সময় গুজরাট-সহ পশ্চিমাঞ্চলের একাধিক রাজ্য়ে ঘুড়ি ওড়ানোর প্রবণতা রয়েছে। বলা যেতে পারে, উৎসবের আকার নেয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। কিন্তু একাংশের কাছে এটা উৎসব, কারওর জীবনে নেমে আসে ভয়ঙ্কর বিপত্তি। ঘুড়ির নাইলন সুতোয় গলা কেটে যাওয়ার নজির। তাই সেই নিয়েই এবার কড়া পদক্ষেপ করল বম্বে হাইকোর্ট।
সম্প্রতি এই নিয়ে দু’টি পৃথক নির্দেশিকা জারি করেছিল বম্বে হাইকোর্টের ঔরঙ্গবাদ ও নাগপুর বেঞ্চ। বম্বে হাইকোর্ট একটি জনস্বার্থ মামলার শুনানির সময় সেই দু’টি নির্দেশিকার পরে রাজ্যজুড়ে প্রশাসনের উদার মনোভাব নিয়ে প্রশ্ন তোলে। একাধিক নির্দেশিকা জারি করার পরেও প্রশাসন তাতে গুরুত্ব দেয়নি বলেই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টে বেঞ্চের।
সংশ্লিষ্ট বেঞ্চের মতে, ‘নাইলন মাঞ্জার জেরে বিপদ বাড়ছে। এই নির্দেশিকা জারির পরেও প্রশাসন উদার থেকেছে। যা সরাসরি সংবিধানে ২১ নং ধারার অধীনে জীবনের অধিকারকে লঙ্ঘন করে। আর এই বিশেষ মাঞ্জা যে শুধুই মানুষের জন্য বিপদ ডেকে আনে, এমনটা নয়। পাখি এবং অন্যান্য প্রাণীর জন্য ভয়ঙ্কর।’
তাই সাধারণের জীবনের কথা মাথায় রেখে মকর সংক্রান্তির সময় দোকানে-দোকানে নাইলন মাঞ্জা বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, এই রকম পণ্য বিক্রির সঙ্গে যে শুধুই ক্ষুদ্র বিক্রেতারা ও ক্রেতারা যুক্ত রয়েছে, এমনটা নয়। শুধুমাত্র তাঁদের বিরুদ্ধে মামলা করলেই হবে না। খুঁজে বার করতে হবে নাইলনের অবৈধ চক্র চালানো বড় ব্যবসায়ীদেরও। পাশাপাশি, নাগপুর বেঞ্চের নির্দেশকে বহাল রেখে নাইলন মাঞ্জা ব্যবহারকারীদের বিরুদ্ধে ২৫ হাজার টাকা এবং বিক্রেতাদের বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
