বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস নিশ্চিত করুক সরকার, নির্দেশ বম্বে হাইকোর্টের

সমস্যায় পড়েছে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও। আর এই পড়ুয়াদের কথা ভেবেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে 'অনমপ্রেম' নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস নিশ্চিত করুক সরকার, নির্দেশ বম্বে  হাইকোর্টের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Dec 09, 2020 | 11:21 AM

মুম্বই : করোনা অতিমারীতে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস ছাড়াও শিক্ষামূলক প্রোগামের মাধ্যমে পড়ানোর বিশেষ ব্যবস্থা নিতে সোমবার মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট(Bombay High Court)।

করোনা অতিমারী(COVID-19) ও লকডাউনের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পড়ুয়াদের। অনলাইনের ক্লাসের দৌলতে মোটামুটি কাজ চালানো গেলেও অনেক পড়ুয়াই স্মার্ট ফোন বা স্মার্ট ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত। সমস্যায় পড়েছে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও। আর এই পড়ুয়াদের কথা ভেবেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে ‘অনমপ্রেম'(Anamprem) নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা।

আরও পড়ুন : কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে স্বস্তি, প্রতিষেধক পাওয়ার অপেক্ষায় দেশ

কোভিড অতিমারীতে(COVID-19) বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক এই মর্মে ভারতীয় সংবিধানের মানবিক অধিকার আইনে বম্বে হাইকোর্টে(Bombay High Court) মামলা দায়ের করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের পক্ষে সওয়াল করেন আইনজীবী উদয় বরুণজিকর। কর্মীর অভাব, স্মার্টফোন ব্যবহারের অসুবিধা ইত্যাদি নানা সমস্যার কথা বলার পাশাপাশি, রেডিয়ো, টেলিভিশনে, দূরদর্শনে ঘণ্টাখানেকের শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে ক্লাস করানোর আবেদন করেন আইনজীবী বরুণজিকর।

আরও পড়ুন :  হেরোইনে ভরা ছেলের খেলনা, বাবার হাতে হাতকড়া

এরপর প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানায়, পড়ুয়াদের শিক্ষার দায়িত্ব সরকারেরই। বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যেন পিছিয়ে না পড়ে তাও দেখতে হব সরকারকেই। লকডাউন পরিস্থিতিতে এই পড়ুয়াদের জন্য পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সম্প্রচারমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে সরকারকে। সম্প্রচারমূলক অনুষ্ঠান ছাড়াও আর কী কী পদ্ধতিতে এই সমস্যার সমাধান করা যায় তা উল্লেখ করে সরকারকে চিঠি দিতে আবেদনকারীকে নির্দেশ দিল বম্বে হাইকোর্ট(Bombay High Court)। আগামী ১৮ জানুয়ারির মধ্যে সরকারি রিপোর্ট জমা দিতে হবে। মহারাষ্ট্র সরকারকে এমনটাই নির্দেশ বম্বে হাইকোর্টের।