AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যুদ্ধের আবহে আরও ১৭ হাজার জওয়ান BSF-এ, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ২টি নতুন HQ

BSF: ১৬টি নতুন ব্যাটেলিয়ন পাচ্ছে বিএসএফ। বাড়বে ১৭ হাজার জওয়ান। ওয়েস্টার্ন কমান্ডে পাক সীমান্তে ও ইস্টার্ন কমান্ডে বাংলাদেশ সীমান্তে গড়ে উঠবে দুটি নতুন ফিল্ড হেডকোয়ার্টার।

যুদ্ধের আবহে আরও ১৭ হাজার জওয়ান BSF-এ, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ২টি নতুন HQ
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: May 05, 2025 | 5:11 PM
Share

ভারত-পাক যুদ্ধের আবহেই আধাসেনাদের জন্য সুখবর। আরও ১৬টি নয়া ব্যাটেলিয়ন পেতে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। সবমিলিয়ে বাড়ছে চলেছে প্রায় ১৭,০০০ জওয়ান। সঙ্গে পাচ্ছে দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার বা অপারেশনাল কমান্ড সেন্টার। নতুন দুটি ফিল্ড হেডকোয়ার্টার গড়ে উঠবে দেশের ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডে।

একদিকে পহলগাঁওয়ে জঙ্গিহানার পর যে কোনও মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, আর অন্যদিকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায়ের পর বাড়তে থাকা অনুপ্রবেশের আশঙ্কা – এই দুই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই বিএসএফে বাহিনীর সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই ১৬টি নতুন ব্যাটেলিয়নের অনুমতি মিলেছে, অপেক্ষা শুধু কেন্দ্রের চূড়ান্ত সম্মতির। প্রতি বছর ধাপে ধাপে বাহিনীর সংখ্যা বাড়ানো হবে, খবর বিএসএফ সূত্রে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ছাড়পত্র এলেই শুরু হয়ে যাবে কাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের ওয়েস্টার্ন ও ইস্টার্ন কমান্ডের সীমান্ত পাহারা দেয় বিএসএফ-এর ১৯৩টি ব্যাটেলিয়ন। এক একটি ব্যাটালিয়নে থাকে ১০০০ জনেরও বেশি আধাসেনা। ১৬টি নতুন ব্যাটেলিয়ন পাওয়া গেলে আধাসেনার সংখ্যা বাড়বে প্রায় ১৭ হাজারের কাছাকাছি। এখন সবমিলিয়ে বাহিনীর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজারের কাছাকছি।

ইতিমধ্যেই এই বাড়তি ১৭ হাজার জওয়ান পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের কোন কোন স্ট্র্যাটেজিক লোকেশনে পাহারা দেবে তার ছক কষে ফেলেছে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দুটি নতুন ফিল্ড কমান্ড বেস নির্মাণের ছাড়পত্র মিলেছে। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি জম্মু বা পাঞ্জাবে একটি, বাংলাদেশ সীমান্তের জন্য মিজোরামে আরেকটি ঘাঁটি তৈরি করবে বিএসএফ। বর্তমানে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) পদাধিকারী অফিসারের নেতৃত্বে জম্মু ফ্রন্টিয়ারের রাজৌরি, জম্মু, সুন্দরবেনি ও ইন্দ্রেশ্বর নগরে ঘাঁটি রয়েছে বিএসএফের। পাশাপাশি, মিজোরাম ও চাছার ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টার আসামে। ঘাঁটি রয়েছে শিলচর, আইজল ও মণিপুরে একটি করে। বাহিনীর সংখ্যা বাড়াতে দ্রুতই নতুন নিয়োগ শুরু করবে বিএসএফ। যোগ্য প্রার্থীকে বাছাইয়ের পর দেওয়া হবে প্রশিক্ষণ। সময় লাগতে পারে ৫-৬ বছর।

কয়েক বছর আগেই বিএসএফের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়। দেশের দুটি গুরুত্বপূর্ণ সীমান্তে লাগাতার অনুপ্রবেশ ও জঙ্গি হামলার আশঙ্কার বাড়বাড়ন্ত ও দেশের মধ্যে মাওবাদীদের নির্মূল করতে ২০-২১টি ব্যাটেলিয়ন বাড়ানোর অনুরোধ জানান বিএসএফ কর্তারা। সেই সুপারিশ পেয়েই এবার বাহিনীর বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিতে চলেছে কেন্দ্র। আজ বিএসএফ দেশের প্রায় ৬৭২৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দেয়। যার মধ্যে ২২৯০ কিলোমিটার দীর্ঘ ভারত ও পাকিস্তান সীমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে সীমান্তে প্রায় ৪০৯৭ কিলোমিটারের, সেখানেও অতন্দ্র প্রহরী বিএসএফ। দুই প্রতিবেশী দেশ মিলিয়ে প্রায় ১০০০ কিলোমিটারের কাঁটাতার ছাড়া সীমান্ত রয়েছে যেখানে নদী ও দুর্ভেদ্য ঘন জঙ্গল রয়েছে। দুই ফ্রন্টিয়ার মিলিয়ে প্রায় ১৭৬০টি বর্ডার পোস্টের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএফএস।