Infiltration: ড্রোন-মিসাইল রুখছিল সেনা, ওই ফাঁকেই চরম শয়তানিটা করতে গিয়েছিল পাকিস্তান! সবক শেখাল BSF

Infiltration: ভারত স্পষ্ট করে দিয়েছে, 'অপারেশন সিঁদুর'-এ ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কোনও সাধারণ নাগরিকের উপর হামলা হয়নি। তারপরও পাকিস্তান সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে।

Infiltration: ড্রোন-মিসাইল রুখছিল সেনা, ওই ফাঁকেই চরম শয়তানিটা করতে গিয়েছিল পাকিস্তান! সবক শেখাল BSF
অনুপ্রবেশের চেষ্টা রুখতে তৎপর বিএসএফ (ফাইল ফোটো)Image Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

May 09, 2025 | 6:54 PM

শ্রীনগর: পাকিস্তান সেনার গোলাবর্ষণের মধ্যেই সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। নিকেশ করা হয়েছে সাত জঙ্গিকে। এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাম্বা জেলার সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করেছেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সেনা। বিনা প্ররোচনায় লাগাতার গুলি চালাচ্ছে। গত বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর পাকিস্তান সেনা গোলাবর্ষণও শুরু করেছে। গতকাল আবার সীমান্ত এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান সেনা। মিসাইল ছোড়ে। ড্রোন হামলা চালায়। কিন্তু, পাকিস্তান সেনার হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা।

ভারত স্পষ্ট করে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা শুধু জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। কোনও সাধারণ নাগরিকের উপর হামলা হয়নি। তারপরও পাকিস্তান সেনা ভারতে হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিচ্ছে। পাকিস্তানের প্রত্যেকটি হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা। গতকাল সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্ট করে দিয়েছেন, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে প্রথম হামলা চালিয়েছিল পাকিস্তানই। ভারত কোনও হামলা চালায়নি। শুধু জবাব দিয়েছে। এবং পাকিস্তান ফের হামলা চালালে যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

প্রশ্ন উঠছে, ভারতীয় সেনার সঙ্গে লড়াইতে না পেরেই কি ভারতে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান? জঙ্গি ঢুকিয়ে কি বড় কোনও নাশকতা চালাতে চায়? ভারতীয় সেনা অবশ্য স্পষ্ট করে দিয়েছে, সীমান্ত সুরক্ষায় তৎপর সেনা। কোনওরকম অনুপ্রবেশের চেষ্টা হলেই যোগ্য জবাব দেবে ভারত।