Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2021: বাজেটের সকালে বাজার চাঙ্গা, উর্ধ্বমুখী ব্যাঙ্কের শেয়ার! নির্মলার ট্যাবের দিকে তাকিয়ে লগ্নিকারীরা

অতিমারি আবহে চ্যালেঞ্জিং বাজেটের (Budget ২০২১) আগেই তরতরিয়ে বাড়ল শেয়ার সূচক। বাজার খুলতেই উর্ধ্বমুখী সেনসেক্স।

Budget 2021: বাজেটের সকালে বাজার চাঙ্গা, উর্ধ্বমুখী ব্যাঙ্কের শেয়ার! নির্মলার ট্যাবের দিকে তাকিয়ে লগ্নিকারীরা
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 1:57 PM

নয়া দিল্লি: দশকের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অতিমারি আবহে চ্যালেঞ্জিং বাজেটের (Budget ২০২১) আগেই তরতরিয়ে বাড়ল শেয়ার সূচক। বাজার খুলতেই উর্ধ্বমুখী সেনসেক্স। ৪৬ হাজার ৬১৭.৯৫ অঙ্কে খুলেছিল বাজার যা ৯টা ২৭ অর্থাৎ ১২ মিনিটের মধ্যেই ৪৬ হাজার ৬৯৯ পয়েন্ট ছুঁয়েছে। নিফটি বেড়েছে ০.৭৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, অতিমারি আবহে অন্যতম চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। করোনার ফলে তলানিতে গিয়ে ঠেকেছে দেশের অর্থনীতি। সেনসেক্স ৫০ হাজার ছুঁলেও বাজেটের প্রাক্কালে ধস নেমেছিল শেয়ার বাজারে। হুড়মুড়িয়ে পড়েছিল দুই সূচক। এমতাবস্থায় নির্মলার দিকেই তাকিয়ে গোটা দেশ। সোমবারের বাজেটেই লুকিয়ে দালাল স্ট্রিটের আপাত ভবিষ্যত।

বাজেটে নজর থাকবে গোটা দেশের। তবে এটাও নিশ্চিত যে, বাজেটে বাড়তি নজর থাকবে শেয়ার বাজারের। নির্মলার নীতির নির্ধারণ করবে বাজার। বাজেটের আগেই ৫০ হাজার ১৮৪-র রেকর্ড অঙ্কে পৌঁছেছিল সেনসেক্স। কিন্তু বাজেট যত এগিয়ে এসেছে ততই ধাক্কা খেয়েছে সূচক। ২১ জানুয়ারি রেকর্ড অঙ্ক ছুঁয়ে প্রায় ৭.৮ শতাংশ নেমেছিল সেনসেক্স। কিন্তু বাজেটের আগেই তরতরিয়ে বাড়ল দুই সূচক।

আরও পড়ুন: Budget 2021 live News Update: রাইসিনা হিলে পৌঁছলেন নির্মলা সীতারামন

কয়েক দিন আগে সংসদে ২০২০ সালের অর্থনৈতিক পরিস্থিতির রিপোর্ট দিয়েছে কেন্দ্র। সেখানে পরবর্তী অর্থবর্ষে ১৫.৪ শতাংশ জিডিপি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই বাজেটের আগে এই বিষয় দেখেও বল পেতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। কিন্তু ভ্যাকসিন আসার পরেও যেভাবে বাজারে ধস নেমেছে, সে কথা মাথায় রেখেই শেয়ার বিশেষজ্ঞরা বলছেন বাজার চাঙ্গা রাখতে ভরসা নির্মলার ‘পেপারলেস’ বাজেটই।