AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalu Prasad Yadav-Rabri Devi: মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হচ্ছে লালু-রাবড়ির, পথে বসতে হবে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

RJD-JDU Clash: রাষ্ট্রীয় জনতা দলের বিহার ইউনিটের প্রেসিডেন্ট মঙ্গনি লাল মন্ডল জানিয়েছেন, স্টেট বিল্ডিং কন্সট্রাকশন ডিপার্টমেন্টের তরফে রাবড়ি দেবীকে পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো ফাঁকা করতে বলা হয়েছে।  এই সরকারি বাসভবনটি ঠিক মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে।

Lalu Prasad Yadav-Rabri Devi: মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হচ্ছে লালু-রাবড়ির, পথে বসতে হবে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 27, 2025 | 10:39 AM
Share

পটনা: যাই-ই হয়ে যাক, বাড়ি ছাড়বেন না রাবড়ি দেবী। সরকারি নোটিস এসেছে আরজেডি নেত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী(Rabri Devi)-র কাছে। বিগত প্রায় দুই দশক ধরে তিনি যে সরকারি বাংলোয় বসবাস করছেন, তা ফাঁকা করতে বলা হয়েছে। এদিকে রাবড়ি দেবী বাড়ি ফাঁকা করতে নারাজ। 

রাষ্ট্রীয় জনতা দলের বিহার ইউনিটের প্রেসিডেন্ট মঙ্গনি লাল মন্ডল জানিয়েছেন, স্টেট বিল্ডিং কন্সট্রাকশন ডিপার্টমেন্টের তরফে রাবড়ি দেবীকে পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো ফাঁকা করতে বলা হয়েছে।  এই সরকারি বাসভবনটি ঠিক মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে। এর বদলে তাঁকে ৩৯, হারডিঙে রোডের বাংলোয় স্থানান্তরিত হতে বলা হয়েছে, যা বিধানসভার বিরোধী দলনেতার জন্য বরাদ্দ।

বুধবার আরজেডির তরফে মঙ্গনি লাল মন্ডল বলেন, “যা-ই হয়ে যাক না কেন, বাংলো ফাঁকা করা হবে না। এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা আমাদের নেতা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এনডিএ-র বিদ্বেষের প্রমাণ এটা”। নীতীশ কুমারকে আক্রমণ করে বলেন, “বিজেপির কৃপা পেতেই নীতীশ কুমার এমন সিদ্ধান্ত নিয়েছেন। লালুজির প্রতি বিজেপির মনোভাব জেনেও, নীতীশ কুমার প্রধানমন্ত্রী মোদীকে খুশি করতে এমন অপমান করছেন।”

আরজেডির তরফে প্রশ্ন তোলা হয়, নীতীশ কুমার কেন দুই দশক অপেক্ষা করলেন বাংলো ফাঁকা করার নোটিস দেওয়ার জন্য? তাদের আরও দাবি, যেহেতু লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবী দুইজনই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তাদের যেন ১০ নম্বর সার্কুলার রোডের বাংলোটি দিয়ে দেওয়া হয়। এ বছরের নির্বাচনে কম আসন পেলেও, তারা যে তুলনামূলকভাবে অনেক বেশি ভোট পেয়েছে, সে কথাও মনে করিয়ে দেন।

এদিকে, রাজ্যের মন্ত্রী সন্তোষ কুমার সুমন জানিয়েছেন যে আগে মুখ্যমন্ত্রীদের আজীবন বাসস্থানের ব্যবস্থা করা হত। কয়েক বছর আগে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের পর এখন সেই নীতি বাতিল করে দেওয়া হয়েছে। আমরা রাবড়ি দেবীকে বাংলো থেকে তাড়িয়ে দিচ্ছি না। অন্যত্র বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া সরকারের অধিকার রয়েছে বাংলো কাকে দেওয়া হবে।