Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: বরযাত্রী নিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা

Road Accident: দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও এসডিআরএফ টিম পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমপক্ষে ২৫-৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।

Road Accident: বরযাত্রী নিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, ৩০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Oct 05, 2024 | 4:58 PM

পাউরি: বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে। বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল বাস। কমপক্ষে ২৫-৩০ জনের মৃত্যুর আশঙ্কা। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। হরিদ্বারের লালধাং থেকে পাউরির বিরোনখাল যাচ্ছিল বাসটি। বাসে ৪০-৫০ জন বরযাত্রী ছিলেন।

জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ সীমান্ডি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় গভীর খাদে পড়ে যায় বাসটি। কনের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়ার পর আহত যাত্রীরা বাঁচানোর জন্য আর্তনাদ শুরু করেন। তখন আশপাশের বাসিন্দারা দৌড়ে আসেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও এসডিআরএফ টিম পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমপক্ষে ২৫-৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু বলা হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরি। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।