By-Election Result 2023: বিজেপির হাইভোল্টেজ প্রচারও কাজে এল না! ঝাড়সুগুদা দখলে রাখল বিজেডি, জলন্ধর গেল আপ-এর দখলে
By-Election Result 2023: কর্নাটক বিধানসভার পাশাপাশি দেশের ৪টি রাজ্যে ৫টি কেন্দ্রের উপ-নির্বাচনেরও (By-poll)ফল প্রকাশ হল শনিবার। উত্তরপ্রদেশের দুটি কেন্দ্রে বিজেপির শরিক দল জিতলেও বাকি রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের ফল ভাল নয়।
নয়া দিল্লি: কর্নাটক বিধানসভার পাশাপাশি দেশের ৪টি রাজ্যে ৫টি কেন্দ্রের উপ-নির্বাচনেরও (By-poll)ফল প্রকাশ হল শনিবার। ওড়িশার ঝাড়সুগুদা কেন্দ্রটি নিজেদের দখলেই রাখল বিজু জনতা দল (BJD)। আবার পঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্রটি দখল করল আম আদমি পার্টি (AAP)। মেঘালয়ের শিলং দখল করল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (UDP)। আর উত্তরপ্রদেশের সুয়ার ও ছানবে বিধানসভা কেন্দ্রটি জয় করেছে বিজেপির শরিক দল, আপনা দল। সমাজবাদী পার্টির প্রার্থীকে জয় ছিনিয়ে এনেছে আপনা দল (সোনেলাল)-এর প্রার্থী।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ওড়িশার ঝাড়সুগুদা কেন্দ্রে জয়ী হয়েছেন BJD প্রার্থী দীপালি দাস। ঝাড়সুগুদা কেন্দ্রের বিধায়ক তথা নব কিশোর দাসের মেয়ে দীপালির মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭ হাজার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র থানকাধর ত্রিপাঠী পেয়েছেন ৫৮ হাজার ভোট। আর ৪,৪০০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস।
অন্যদিকে, পঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (AAP)। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-র সময় বিধায়ক সন্তোখ সিং চৌধুরীর অকালপ্রয়াণে এই কেন্দ্রে উপ-নির্বাচন হয়। এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী করজিৎ কাউর চৌধুরীকে ৫৮ হাজার ৬৯১ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন AAP-এর সুশীল রিঙ্কু। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ২ হাজার ৯৭। কাউর পেয়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৫০ ভোট। অন্যদিকে, ১ লক্ষ ৫৮ হাজার ৩৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন শিরোমণি আকালি দল (SAD)-এর প্রার্থী সুখবিন্দর কুমার সুখী এবং ১ লক্ষ ৩৪ হাজার ৭০৬টি ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়েছেন বিজেপি প্রার্থী ইন্দার ইকবাল সিং আটোয়াল। জনাদেশ মেনে নিয়ে আপ প্রার্থীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন SAD-এর প্রধান সুখবীর সিং বাদল। অন্যদিকে, কংগ্রেসের থেকে জলন্ধর কেন্দ্রটি ছিনিয়ে আনার জন্য আম আদমি পার্টির তরফেও সুশীল রিঙ্কুকে অভিনন্দন জানানো হয়েছে।
জলন্ধরে বিজেপি চতুর্থ স্থান পেলেও উত্তরপ্রদেশের দুটি কেন্দ্র, ছানবে ও সুয়ারে উপ-নির্বাচনে জয়ী হয়েছে তাদের শরিক দল আপনা দল (সোনেলাল)। উত্তরপ্রদেশের ছানবে বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক রাহুল প্রকাশ কোলের স্ত্রী তথা আপনা দল (সোনেলাল)-এর প্রার্থী রিঙ্কি কোল ৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির (SP) প্রার্থী কীর্তি কোল। একইভাবে সুয়ার কেন্দ্রে জয়ী হয়েছেন আপনা দল (সোনেলাল) -এর প্রার্থী শফিক আহমেদ আনসারি। তাঁর মোট প্রাপ্ত ভোট ৬৮, ৬৩০ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (SP) অনুরাধা চৌহান ৫৯,৯০৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ছানবে কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিলেও সুয়ারে কংগ্রেস ও বহুজন সমাজ (BSP) পার্টি কোনও প্রার্থী দেয়নি।
অন্যদিকে, মেঘালয়ের সোহিয়ওংয় বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী হয়েছে রাজ্যের বিরোধী দল, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির (UDP) প্রার্থী সিয়ানশর কুপার রায় তালবাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-র প্রার্থী সামলিন মালানজিয়াংকে ৩,৪২২ ভোটে পরাজিত করেছেন কুপার।