চার্টার অ্যাকাউন্টেন্সি স্নাতকোত্তরের সমতুল্য, ঘোষণা ইউজিসির

সুমন মহাপাত্র |

Mar 16, 2021 | 12:10 PM

চার্টার অ্যাকাউন্ট্যাক্ট আইন, ১৯৪৯-এর মাধ্যমে গঠিত হয়েছিল আইসিএআই (ICAI)।

চার্টার অ্যাকাউন্টেন্সি স্নাতকোত্তরের সমতুল্য, ঘোষণা ইউজিসির
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কনিশন জানিয়ে দিল এ বার থেকে স্নাতোকত্তরের সমতুল্য চার্টার অ্যাকাউন্টেন্সি। ইনস্টিটিউট অব অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার অনুরোধেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আইসিএআইর কেন্দ্রীয় কমিটির সদস্য ধিরজ খান্ডেওয়ালা টুইট করে লিখেছেন, “ইউজিসির অনুমোদনের ফলে সিএ, সিএস ও আইসিডব্লিউএ এ বার থেকে স্নাতোকত্তরের সমতুল্য বলে গণ্য হবে।”

চার্টার অ্যাকাউন্ট্যাক্ট আইন, ১৯৪৯-এর মাধ্যমে গঠিত হয়েছিল আইসিএআই। দেশে চার্টার অ্যাকাউন্টেন্সির নিয়ন্ত্রণ করে এই সংস্থাই। মোট ৩ লক্ষ মানুষ এই সংস্থার সদস্য। দেশের সিএ শিক্ষার মানও নিয়ন্ত্রণ করে এই সংস্থাই। ইউজিসি অনুমোদন দেওয়ার পর টুইটে সে কথা জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়াও।

টুইটে আইসিএআইর পক্ষ থেকে লেখা হয়েছে, ইউজিসির এই অনুমোদন সিএ ছাত্রদের উচ্চশিক্ষায় সাহায্য তো করবেই তৎসহ  ভারতের সিএদের বিশ্বে জায়গা করে নিতেও সাহায্য করবে।

আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, বন্ধুদের উদ্ধারের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা গায়কের

Next Article