মন্ত্রী হয়েও ‘মন খারাপ’ শান্তনুর, সংসদে ‘পরিচয়’ না পেয়ে খেললেন মতুয়া তাস

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 20, 2021 | 11:16 PM

Shantanu Thakur BJP: এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী না করলেও কংগ্রেস এবং তার সহযোগী ইউপিএ-র দলগুলির দিকেই তিনি আঙুল তুলেছেন।

মন্ত্রী হয়েও মন খারাপ শান্তনুর, সংসদে পরিচয় না পেয়ে খেললেন মতুয়া তাস
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বাদল অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের হট্টগোলের জেরে মন্ত্রিসভার নতুন সদস্যদের পরিচয় পর্ব সারতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে এ বার মতুয়া তাস খেলে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একটি টুইট করে তিনি লিখেছেন, “আমার মন খারাপ।” কারণ ব্যাখ্যা করে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রীর দ্বারা পরিচিত হওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় তাঁর মনখারাপ। এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী না করলেও কংগ্রেস এবং তার সহযোগী ইউপিএ-র দলগুলির দিকেই তিনি আঙুল তুলেছেন।

মঙ্গলবার একটি টুইটে শান্তনু ঠাকুর লেখেন, “সারা ভারত মতুয়া সঙ্ঘের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। কিন্তু কংগ্রেস এবং তার জোটসঙ্গীরা সেটাই করল যা ওরা গত ৭০ বছর ধরে এই সম্প্রদায়ের জন্য করে এসেছে। সর্বদাই তারা মতুয়াদের অগ্রগতির ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে।” টুইটে শান্তনু আরও লেখেন, “এসসি, এসটি এবং ওবিসির অনেকেই মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন।” কিন্তু বিরোধীদের বাধা দেওয়ার কারণে প্রধানমন্ত্রী দ্বারা পরিচয় পর্ব থেকে তাঁরা বঞ্চিত থাকলেন বলে উল্লেখ করেছেন তিনি। এ ক্ষেত্রে খানিকটা নরেন্দ্র মোদীরই বক্তব্যের পুনরাবৃত্তি দেখা যায় তাঁর টুইটে।

সোমবার যখন সংসদে মন্ত্রিসভার নতুন সদস্যদের পরিচয় পর্বে মোদী উদ্যত হন, তখনই তুমুল হট্টগোল শুরু করেন বিরোধীরা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সাংসদের তরফে বিশেষভাবে শোরগোল করা হয়। সেই সময় কটাক্ষ ছুড়ে দিয়ে মোদী বলেন, “যেহেতু দলিত, কৃষক, মহিলারা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, তাই অনেকেই তা সহ্য করতে পারছেন না।”

পরিচয় পর্বে বাধাদান নিয়ে অবশ্য ভিন্ন যুক্তি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রাজ্যসভার সাংসদ কারণ ব্যাখ্যা করে জানিয়েছিলেন, যেহেতু কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একজন ‘বাংলাদেশি নাগরিক’, তাই এই পরিচয় পর্বে বাধা দিয়েছে তৃণমূল। তাঁর বক্তব্য ছিল, “আমরা বাধা দেই কারণ মন্ত্রী হওয়ার প্রথম শর্ত হল তাঁকে ভারতীয় নাগরিক হতে হবে। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী যাঁকে তাঁর ক্যাবিনেটে শামিল করেছেন, তিনি ভারতের নাগরিকই নন। উনি একজন বাংলাদেশের নাগরিক।” আরও পড়ুন: বরাদ্দ টিকাটুকু দিন, সর্বদল বৈঠকে আবেদন তৃণমূলের, বড় প্রতিশ্রুতি মোদীর

Next Article