AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: ‘অশালীন প্রশ্ন করছে’, এথিক্স কমিটি থেকে ওয়াক আউট ক্ষুব্ধ মহুয়ার

Mahua Moitra Ethics Committee: এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদ থেকে ওয়াক আউট করলেন মহুয়া মৈত্র। শুধু তিনিই নন, ওয়াক আউট করলেন এথিক্স কমিটির সদস্য বিএসপি সাংসদ দানিশ আলিও। দুজনেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্রকে ব্যক্তিগত প্রশ্ন করে আক্রমণ করা হচ্ছে।

Mahua Moitra: 'অশালীন প্রশ্ন করছে', এথিক্স কমিটি থেকে ওয়াক আউট ক্ষুব্ধ মহুয়ার
এথিক্স কমিটি থেকে বেরিয়ে যাচ্ছেন মহুয়াImage Credit: ANI
| Updated on: Nov 02, 2023 | 4:37 PM
Share

নয়া দিল্লি: এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদ থেকে ওয়াক আউট করলেন মহুয়া মৈত্র। শুধু তিনিই নন, ওয়াক আউট করলেন এথিক্স কমিটির সদস্য বিএসপি সাংসদ দানিশ আলিও। দুজনেই অভিযোগ করেছেন, মহুয়া মৈত্রকে ব্যক্তিগত প্রশ্ন করে আক্রমণ করা হচ্ছে। এথিক্স কমিটির ঘর থেকে বেরিয়ে, সভা পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। মহুয়া বলেন, “অনৈতিক ব্যক্তিগত প্রশ্ন করা হচ্ছিল। তাই আমি বেরিয়ে এসেছি।” অন্যদিকে, কমিটির সদস্য দানিশ আলি বলেন, “তিনি রাতে কার সঙ্গে ফোনে কথা বলতেন, এই সব অশালীন প্রশ্ন করা হচ্ছিল। এগুলো কোনও প্রশ্ন হল। এরই প্রতিবাদে আমরা ওয়াক আউট করেছি।” অন্য একজন বিরোধী সাংসদ বলেছেন, “যা শুরু হয়েছিল, তার মধ্যে বসে থাকা যায় না।” মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন সংসদীয় এথিক্স কমিটির সামনে তাঁর বয়ান নথিভুক্ত করার জন্য ডাকা হয়েছিল মহুয়া মৈত্রকে।

মহুয়া ও বিরোধী সাংসদদের মূল অভিযোগ এথিস্ক কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকারের বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন এথিস্ক কমিটির সামনে হাজিরা দিয়ে, প্রথমে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাঁর বয়ান নথিভুক্ত করেন। এরপর, দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া হয়। তারপর, মহুয়াকে ‘ক্রস-এক্সামিন’ করা শুরু করেন কমিটির সদস্যরা। সেই সময়ই বিনোদ সোনকার, মহুয়াকে ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করেন বলে দাবি বিরোধী সাংসদদের।

এথিক্স কমিটির সভা থেকে বেরিয়ে মহুয়া বলেন, “এটা কি ধরনের মিটিং? ওরা সব নোংরা প্রশ্ন করছে।” দৃশ্যতই প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন মহুয়া মৈত্র। প্রায় ঝড়ের মতো কক্ষ থেকে বেরিয়ে আসেন তিনি। এক সাংবাদিক তিনি কাঁদছেন কিনা প্রশ্ন করতেই, ঘুরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, “কেন ভুলভাল কথা বলছেন। তোমার চোখে জল আছে। আমার চোখে কি জল আছে? তুমি তুমি কি আমায় কাঁদতে দেখছ?”

সূত্রের খবর, এই ঘটনার আগে কমিটির সামনে মহুয়া দাবি করেছিলেন, ‘তিক্ত ব্যক্তিগত সম্পর্ক’-এর জেরেই তাঁর বিরুদ্ধে এই ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করা হয়েছে। তাঁর জবানবন্দির একটা বড় অংশই ছিল তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে। তাঁদের সম্পর্কের অবনতির কারণেই দেহদ্রাই এই অভিযোগ করেছেন বলে দাবি করেন তিনি। বিজেপি সাংসদ ভিডি শর্মা তাঁকে বলেন, শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক খারাপ হওয়ার বিষয়ে কথা না বলে, অভিযোগের মূল অংশের বিষয়ে কথা বলতে।