CBSE Class 12 Result: তারিখ পরিবর্তন, দ্বাদশ শ্রেণির রেজাল্ট ২৫ জুলাই

২২ জুলাইয়ের বদলে ফলাফলের তারিখ ২৫ জুলাই করা হয়েছে। এই নিয়ে সিবিএসই-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেজাল্ট দেখা যাবে অনলাইনে। cbse.gov.in ফল প্রকাশের পর দেখা যাবে।

CBSE Class 12 Result: তারিখ পরিবর্তন, দ্বাদশ শ্রেণির রেজাল্ট ২৫ জুলাই
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 5:54 PM

নয়াদিল্লি: সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশ পেতে চলেছে দ্রুতই। তবে ২২ জুলাই নয়। দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা হবে ২৫ জুলাই (July)। এবার করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা থেকে রেজাল্ট সবেতেই ওলটপালট হয়েছে। কিছুদিন আগে ফলাফল প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার ফলাফলের দিন জানাল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

বেশ কিছুদিন ধরেই রেজাল্ট প্রকাশ পাওয়ার কথা থাকলেও বদলে যাচ্ছিল তারিখ। এবার দিন ঠিক হল। স্বস্তিতে পড়ুয়ারা। অনেকেই রেজাল্ট দেখার জন্য প্রহর গুনেছে। এমন পরিস্থিতিতে বারবার তারিখ পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়ুয়ারা।

২২ জুলাইয়ের বদলে ফলাফলের তারিখ ২৫ জুলাই করা হয়েছে। এই নিয়ে সিবিএসই-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেজাল্ট দেখা যাবে অনলাইনে। cbse.gov.in ফল প্রকাশের পর দেখা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি পরিস্থিতির কারণেই রেজাল্ট ঘোষণা হতে অনেকটা সময় লেগে গেল।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ জুলাই বিকেল ৫টা নাগাদ প্রকাশ পাবে দ্বাদশ শ্রেণীর ফলাফল। ফল প্রকাশের পর অনলাইনে নিজের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।