নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার গত ১৭ ডিসেম্বর ২০১৬-য় জেনারেল বিপিন রাওয়াতকে (General Bipin Rawat) ভারতে ২৭তম স্থল সেনাধক্ষ্য নিযুক্ত করেছিল। কেন্দ্রীয় সরকার যোগ্যতা, ট্র্যাক রেকর্ড এবং ভিশনের উপর নির্ভর করে তৎকালীন পূর্ব এবং দক্ষিণী সেনা কমান্ডরকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। জেনারেল রাওয়াতকে জানুয়ারি ২০২০-তে দেশের প্রধান চিফ অব ডিফেন্স স্টাফ (Chief of Defense Staff) নিযুক্ত করা হয়েছিল। সেই সঙ্গে তাঁকে নবনির্মিত সামরিক বিষয়ক বিভাগ (DMA) সচিবও করা হয়েছিল। প্রসঙ্গত গত বুধবার দুপুরে কুন্নুরের পাহাড়ি এলাকায় এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত প্রয়াত হয়েছেন।
অন্যদিকে সরকারকে বর্তমানে ভারতীয় সেনার জন্য একজন নতুন সিডিএস নিযুক্ত করতে হবে। ফলে আশা করা হচ্ছে দেশ একজন নতুন সেনাধক্ষ্য পেতে চলেছে। অনুমান করা হচ্ছে সরকার দেশের সবচেয়ে সিনিয়র প্রতিরক্ষা আধিকারীকের নিযুক্তির জন্য যোগ্যতা-সহ-সিনিয়রিটির মতো প্যাটার্ন অনুসরণ করবে। চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার(LAC) পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। পিএলসি সেনা, ট্যাঙ্ক, রকেট এবং মিসাইলকে পশ্চিমী থিয়েটারে মোতায়েন করা হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে ভারতে এমন একজন সিডিএসের প্রয়োজন, যিনি না শুধু সেনা থিয়েটার কমান্ড নির্মাণের উপর জোর দিতে পারেন, বরং যিনি সরকারকে সামরিক পরামর্শও দিতে পারেন।
কোন বিষয়গুলিকে দেওয়া হবে প্রাথমিকতা
নিয়ম অনুযায়ী, সেনার সমস্ত কমান্ডরদের সিডিএসের চাকরির যোগ্য বলে মনে করা হয়। এই অবস্থায় এই পদের জন্য সিনিওরিটিই একমাত্র মাপদণ্ড নয়। প্রত্যেক কমান্ডরকে পরবর্তী চরণে আপগ্রেড করে দেওয়াই একমাত্র উপায় নয়, কারণ যে আধিকারীকদের এই পদের জন্য যোগ্য মনে করা হয়, তাদের কেরিয়ারকে ৩৬০ ডিগ্রি বিচার করে দেখা হয়। সরকারের জন্য জেনারেল রাওয়াতের বিকল্প খোঁজা কঠিন হবে। জাতীয় সুরক্ষা প্রতিষ্ঠানকে এখন আফগানিস্তান-পাকিস্তানের দিক থেকেও সতর্ক হয়ে ভাবতে হবে। কারণ কাবুলে এখন তালিবান রাজ চলছে।
নিযুক্তির জন্য এই বিষয়গুলিকে রাখতে হবে খেয়াল
এছাড়াও সিডিএস আর সেনাপ্রধানের পদে নতুন নিযুক্তির সিদ্ধান্তও এই তথ্যকে মাথায় রেখে নেওয়া উচিৎ যে ২১ শতকের যুদ্ধ হল সাইবার এবং তথ্য প্রযুক্তির যুদ্ধ। চিন এই ধরণের যুদ্ধ জয়ের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। তারা গোপন তথ্য হাসিল করার জন্য বা ভুল তথ্য ছড়ানোর জন্য অর্থের ব্যবহার করে থাকে। সেই দিন এখন অনেকটাই পেছনে যখন অস্ত্রের সাহায্যে যুদ্ধ জয় করা হত। তাইওয়ান, জাপান, আমেরিকা, ভারত এমনকী লিথুয়ানিয়ায় বেজিংয়ের পরিস্থিতি অত্যাধিক জটিল হয়ে পড়েছে। চিনের রাজনৈতিক নেতারা বিশ্বের আলাদা আলাদা দেশকে হুমকিও দিচ্ছেন।
আরও পড়ুন: Bipin Rawat Last Journey: রাওয়াত সহ ১৩ জনের দেহ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে অ্যাম্বুলেন্স