Bipin Rawat’s Ash immersion: অবশেষে ফিরলেন নিজের ভিটেয়, হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন রাওয়াত দম্পতির
Bipin Rawat's Ash immersion: শুক্রবারই বিপিন রাওয়াতের শ্যালক যশবর্ধন সিং বলেন, "শনিবার সকালেই আমরা অস্থি সংগ্রহ করব এবং তা কলসে নিয়ে হরিদ্বারের উদ্দেশে রওনা দেব। ওখানেই পবিত্র গঙ্গায় তাদের অস্থি বিসর্জন সম্পন্ন হবে।"
শুক্রবারই ১৭ তোপধ্বনিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানানো হয়। একই চিতায় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ দাহ করা হয়। তাঁদের দুই কন্যা মুখাগ্নি করেন। এরপর শনিবার সকালে রাওয়াত কন্যা কৃতিকা ও তারিণী দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শশ্মানঘাটে যান মা-বাবার অস্থি সংগ্রহ করতে। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তাদের কথা বলতেও দেখা যায়।
বিপিন রাওয়াতের পরিবারের তরফে জানানো হয়েছিল, দম্পতির অস্থি উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে। উল্লেখ্য, বিপিন রাওয়াত কর্মসূত্রে দিল্লিতে থাকলেও আদতে তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। বিপিন রাওয়াতের প্রয়াণের খবর পাওয়ার পরই উত্তরাখণ্ড সরকারের তরফে তিনদিনের শোক পালনের ঘোষণা করা হয়েছে।
Delhi: Kritika and Tarini, the daughters of #CDSGeneralBipinRawat and Madhulika Rawat collected the ashes of their parents from Brar Square crematorium, Delhi Cantonment this morning.
The immersion of their ashes will be done in Haridwar, Uttarakhand today. pic.twitter.com/ZxiAdZJJfq
— ANI (@ANI) December 11, 2021
শুক্রবারই বিপিন রাওয়াতের শ্যালক যশবর্ধন সিং বলেন, “শনিবার সকালেই আমরা অস্থি সংগ্রহ করব এবং তা কলসে নিয়ে হরিদ্বারের উদ্দেশে রওনা দেব। ওখানেই পবিত্র গঙ্গায় তাদের অস্থি বিসর্জন সম্পন্ন হবে।” এদিন দুপুরেই হরিদ্বারে পৌঁছন রাওয়াত কন্যারা। গঙ্গায় অস্থি বিসর্জন দেন তাঁরা। সূত্রের খবর, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট সহ একাধিক শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন।
Kritika and Tarini, the daughters of #CDSGeneralBipinRawat and Madhulika Rawat immerse the ashes of their parents in Haridwar, Uttarakhand. #TamilNaduChopperCrash pic.twitter.com/r1IGJ2X1m5
— ANI (@ANI) December 11, 2021