বিদেশি ‘অপপ্রচারের’ বিরুদ্ধে গর্জন লতা-সচিন-সৌরভদের
কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে আপামর ভারতীয়দের নিশানায় দুই আন্তর্জাতিক তারকা। একদিকে পপ শিল্পী রিহানা ও জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনের মুখ গ্রেটা থুনবার্গ, অন্যদিকে ভারতের প্রথম সারির ব্যক্তিত্বরা। কৃষক আন্দোলন নিয়ে বর্হিবিশ্বের এক নাক গলানো মোটেও মেনে নিতে পারেননি কেউ। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশি প্রোপাগান্ডার বিরুদ্ধে গর্জে উঠে ভারতীয়দের এক হওয়ার ডাক দিয়ে […]
কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে আপামর ভারতীয়দের নিশানায় দুই আন্তর্জাতিক তারকা। একদিকে পপ শিল্পী রিহানা ও জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনের মুখ গ্রেটা থুনবার্গ, অন্যদিকে ভারতের প্রথম সারির ব্যক্তিত্বরা। কৃষক আন্দোলন নিয়ে বর্হিবিশ্বের এক নাক গলানো মোটেও মেনে নিতে পারেননি কেউ। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিদেশি প্রোপাগান্ডার বিরুদ্ধে গর্জে উঠে ভারতীয়দের এক হওয়ার ডাক দিয়ে টুইট (Tweet) করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলেরা। ইতিমধ্যেই টুইটার ট্রেন্ডিংয়ে #IndiaAgainstPropaganda এক নম্বরে পৌঁছে গিয়েছে।
Published on: Feb 04, 2021 02:16 PM
Latest Videos