AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কনটেইনমেন্ট জ়োন করুন, রাজ্যকে একাধিক বিধিনিষেধের পরামর্শ কেন্দ্রের

চিঠিতে পরিস্থিতি পর্যালোচনা করে এলাকাভিত্তিক লকডাউন গড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কনটেইনমেন্ট জ়োন করুন, রাজ্যকে একাধিক বিধিনিষেধের পরামর্শ কেন্দ্রের
ছবি- পিটিআই
| Edited By: | Updated on: Apr 26, 2021 | 8:52 PM
Share

কলকাতা: করোনার (COVID) দ্বিতীয় ঢেউয়ে কাবু দেশ। দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দেদার মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। রাজ্যেও মারণ কামড় বসিয়েছে করোনা। রোজই দৈনিক আক্রান্তের রেকর্ড হচ্ছে। এমতাবস্থায় রাজ্যগুলিকে অঞ্চলভিত্তিক কনটেইনমেন্ট জ়োন তৈরি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সেই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অজয় ভল্লার চিঠি ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে।

চিঠিতে পরিস্থিতি পর্যালোচনা করে এলাকাভিত্তিক লকডাউন গড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি জমায়েত ও গণপরিবহণে কাটছাঁট করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। নৈশ কার্ফু জারি করারও কথা উল্লেখ রয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। কনটেইনমেন্ট জ়োনে বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ ও শ্রাদ্ধানুষ্ঠানে সর্বোচ্চ ২০ জনের জমায়েতের পরামর্শ দিয়েছে কেন্দ্র। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়-সহ যেকোনও সমাবেশ কনটেইনমেন্ট জ়োনে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

এ ছাড়া করোনাবিধি মেনে চলা ও টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ রয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজ্যগুলিকে আরও সক্রিয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। একদিনেই মৃত্যু হয়েছে ২৮১২ জনের। এটিই এখনও অবধি দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩-তে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮।

আরও পড়ুন: ভারতের পরিস্থিতি হৃদয় ভেঙেছে পিচাইয়ের, ১৩৫ কোটি সাহায্যের ঘোষণা গুগলের