Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখ্যমন্ত্রীকে চড় মারার হুমকি! ২০ বছরে প্রথমবার গ্রেফতার কোনও কেন্দ্রীয় মন্ত্রী

এফআইআর খারিজের দাবি জানানো হলেও হাইকোর্ট তাতে সায় দেয়নি।

মুখ্যমন্ত্রীকে চড় মারার হুমকি! ২০ বছরে প্রথমবার গ্রেফতার কোনও কেন্দ্রীয় মন্ত্রী
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 4:17 PM

মুম্বই: ২০ বছরে প্রথমবার। আশঙ্কা সত্যি করে গ্রেফতার হলেন মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে থাপ্পড় মারার কথা বলে আগেই তাঁর নামে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। কয়েক ঘণ্টা যেতে না যেতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের। মন্ত্রীর পক্ষ থেকে এফআইআর খারিজের দাবি জানানো হলেও হাইকোর্ট তাতে সায় দেয়নি। তাঁর বিরুদ্ধে থাকা এফআইআর খারিজের দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে মন্ত্রী একটি আবেদন করেছিলেন। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। নারায়ণ রাণে বর্তমানে কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মন্ত্রী।

গোটা বিতর্কের সূত্রপাত মহা আগাড়ি জোটের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি মন্তব্যকে কেন্দ্র করে। উদ্ধব কথাপ্রসঙ্গে মজাচ্ছলে বলেছিলেন, তিনি নাকি জানানে না যা ভারত কত সালে স্বাধীনতা লাভ করছিল। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? তিনি বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’

এই মন্তব্যের জেরেই রাণের বিরুদ্ধে একসঙ্গে ৪ টি এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয় রাণের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে জড় হয়ে বিক্ষোভ দেখান শিব সেনার সদস্যরা। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়। রাণেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। তাঁরাই রাণের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারি পরই কার্যত রাজনৈতিক সংর্ঘষে রণক্ষেত্রের আকার নিয়েছে মুম্বই, পুণে-সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা। বিজেপি ও শিবসেনা সমর্থকদের মধ্যে ইট ও লাঠিবৃষ্টি চলছে মুহুর্মুহু। নারায়ণ রাণের তীব্র সমালোচনা করেছে শিবসেনা। মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়। তাঁকে ‘মুরগি চোর’ আখ্যাও দেওয়া হয়। আসলে বহু বছর আগে যখ তিনি শিব সেনায় ছিলেন তখন চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রাণের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছে শিবসেনা। রাণে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত। আরও পড়ুন: ‘বন্ধু’ পুতিনের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা নমোর, কথা দ্বিপাক্ষিক ইস্যুতেও