Census News: এবার হবে জনগণনা, দিনক্ষণ সব জানাল কেন্দ্র
Census of India: কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, বাড়ির গণনা হবে প্রথম পর্যায়ে। এই দফার কাজ শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্র শাসিত ও রাজ্যগুলিতে হবে বাড়ি গণনা। এরপর দ্বিতীয় পর্যায়ে হবে নাগরিকদের জনগণনা। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে হবে এর কাজ।

দিল্লি: এসআইআর (SIR) পর্ব মিটলেই শুরু হবে ভারতে জনগণনার কাজ। এমনই জানা ল কেন্দ্র। ছাব্বিশের ভোটের আগে রাজ্যগুলিতে এসআইআর চলছে। আর ২০২৭ সালে হব জনগণনা। শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এমনই ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। জানা যাচ্ছে, মোট দু’দফায় এই জনগণনা হবে ভারতে। লোকসভায় এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ২০২৭ সালে গণনা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, বাড়ির গণনা হবে প্রথম পর্যায়ে। এই দফার কাজ শুরু হবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্র শাসিত ও রাজ্যগুলিতে হবে বাড়ি গণনা। এরপর দ্বিতীয় পর্যায়ে হবে নাগরিকদের জনগণনা। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে হবে এর কাজ। তবে, পাহাড়ি অঞ্চল যেমন-জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, লাদাখে তুষারপাত ঘটে বলে সেখানে জনগণনা হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।
মূলত, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জনগণনা কবে হবে এই প্রশ্ন তুলেছিলেন। এর জবাবেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনক্ষণ জানায়। তবে শুধু জনগণনা নয়, হবে জাতিগণনাও। কেন্দ্র জানিয়েছে, একশো বছর পর হবে এই গণনা। বস্তুত, ২০২৭ সালে যে জনগণনা হতে চলছে তা হবে ডিজিটালি। জনগণ নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত পরিসংখ্যান নিজেরাই তুলে ধরবেন। তারপর সংগ্রহ করা হবে সেই মতো যাবতীয় তথ্য।
