AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pralhad Joshi: জলের দাম বেড়ে ২০০ টাকা, ডিজেলের দাম ২ টাকা বৃদ্ধি! মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ প্রহ্লাদ জোশীর

Pralhad Joshi: মূল্যবৃদ্ধির উদাহরণ দিয়ে জোশী এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, দুধের দাম ৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে তিনবার মিলিয়ে, ডিজেলের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

Pralhad Joshi: জলের দাম বেড়ে ২০০ টাকা, ডিজেলের দাম ২ টাকা বৃদ্ধি! মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ প্রহ্লাদ জোশীর
Image Credit: twitter
| Updated on: Apr 30, 2025 | 10:38 PM
Share

বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আর তার আগে তাঁর উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর প্রশ্ন, এই প্রতিবাদের উদ্দেশ্য কী? পাশাপাশি মুদ্রাস্ফীতি ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রহ্লাদ জোশীর প্রশ্ন, “৪৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের বোঝা সাধারণ মানুষের উপর থেকে সরাতেই কি এই বিক্ষোভ? এটা কি কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, যারা সংবিধান বিরোধী পদ্ধতিতে কাজ করছে?”

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “এই প্রতিবাদ কি জনগণের কাছ থেকে রাজ্যের অর্থনৈতিক সমস্যা লুকনোর জন্য? এই প্রতিবাদ কি রাজ্যের পতনের প্রতীক? এই প্রতিবাদ কি এমন কোনও সাফল্যের প্রদর্শন যা অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাজ্যকে ৫.৫ লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় ফেলে দিয়েছে?”

মুদ্রাস্ফীতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রহ্লাদ যোশী। তিনি বলেন, কংগ্রেস সরকার ৪৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চেপে ধরছে। এমন পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীকে এখনই বলতে হবে যে এই প্রতিবাদ কার বিরুদ্ধে।

মূল্যবৃদ্ধির উদাহরণ দিয়ে জোশী এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, দুধের দাম ৯ শতাংশ বৃদ্ধি করা হয়েছে তিনবার মিলিয়ে, ডিজেলের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে, কংগ্রেস সরকার বাস ভাড়া বৃদ্ধি করেছে ২০ শতাংশ, জমির কর ছিল ১০ টাকা, তা হঠাৎ করে ২৫ টাকা করে দেওয়া হয়েছে, যা কৃষকবিরোধী পদক্ষেপ।

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজধানীতে পানীয় জলের দাম বেড়ে ২০০ টাকা হয়েছে, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৬ পয়সা বাড়ানো হয়েছে। বন্ড পেপারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

সম্প্রতি, কর্নাটক সরকার ডিজেলের উপর বিক্রয় কর ৩ শতাংশ বাড়িয়েছে ও ডিজেলের দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।