AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Irani in WITT: ‘যে মহিলারা মমতাকে সমর্থন করেছেন, তাঁদেরই…’, সন্দেশখালি নিয়ে মুখ খুললেন স্মৃতি ইরানি

Smriti Irani in WITT: কনক্লেভের মঞ্চে এদিন মূলত ভারতের 'নারী শক্তি' নিয়ে কথা বলেন স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে মহিলাদের ভারতীয় অর্থনীতির সমান অংশীদার হিসেবে গণ্য করেছেন, তা নিয়েই এদিন আলোচনা করেন মন্ত্রী। সেই আলোচনাতেই উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ।

Smriti Irani in WITT: 'যে মহিলারা মমতাকে সমর্থন করেছেন, তাঁদেরই...', সন্দেশখালি নিয়ে মুখ খুললেন স্মৃতি ইরানি
TV9-এর কনক্লেভে স্মৃতি ইরানিImage Credit: TV9 Network
| Updated on: Feb 26, 2024 | 2:10 PM
Share

নয়া দিল্লি: TV9 নেওয়ার্কের কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চেও উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। নারী শক্তি নিয়ে কথা বলতে বলতেই এদিন সন্দেশখালির মহিলাদের কথা বললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। বললেন, সন্দেশখালিতে যা হয়েছে তা যে কোনও মানুষের চিন্তার বাইরে। তাঁর দাবি, এক সময় বাংলায় বিজেপিকে আক্রান্ত হতে হত আর এখন শাসক দলে সমর্থকেরাই আক্রান্ত হচ্ছেন। ভোট পরবর্তী হিংসার কথাও এদিন উল্লেখ করেন তিনি।

কনক্লেভের মঞ্চে এদিন মূলত ভারতের ‘নারী শক্তি’ নিয়ে কথা বলেন স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে মহিলাদের ভারতীয় অর্থনীতির সমান অংশীদার হিসেবে গণ্য করেছেন, তা নিয়েই এদিন আলোচনা করেন মন্ত্রী। সেই আলোচনাতেই উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ।

শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ যখন উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, তখন কেন্দ্রীয় মন্ত্রী বললেন, ‘ওখানে যা হয়েছে, তা ভারতীয় তো বটেই, যে কোনও মানুষের চিন্তার বাইরে।’

ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলায় এমন একটা ধারণা আছে, যে বিজেপি হলে তাঁকে সহজেই হত্যা করা যায়, বিজেপির মহিলা কর্মী হলে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সহজেই হেনস্থা করা যায়। বিজেপির যুব মোর্চার কর্মী হলে তাঁকে খোলা মাঠে দড়িতে ঝুলিয়ে দেওয়া যায়, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া যায়। কিন্তু আজ সন্দেশখালিতে যারা আক্রান্ত, তারা তো বিজেপি নয়। স্মৃতি ইরানি আরও বলেন, যাঁরা মমতাকে দিনের পর দিন সমর্থন করেছেন, তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মমতা জানতেনই না।”