Bangla News India CentraL ministers and political leaders join TV9 Festival of India
TV9 Festival of India: TV9-এর দুর্গাপুজোয় মন্ত্রীদের ভিড়, রঙ ভুলে এক মঞ্চে সব দলের নেতারা
TV9 Festival of India: দূর্গা পূজা উপলক্ষে TV9 নেটওয়ার্কের ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া চলছে পুরোদমে। প্রতি বছরের মতো এই বছরও দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান। শুক্রবার ছিল পাঁচ দিনব্যাপী এই উৎসবের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে এই উৎসবে পা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার।
1 / 7
দূর্গা পূজা উপলক্ষে TV9 নেটওয়ার্কের ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া চলছে পুরোদমে। প্রতি বছরের মতো এই বছরও দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান। শুক্রবার ছিল পাঁচ দিনব্যাপী এই উৎসবের তৃতীয় দিন। আর এই দিন শিল্প, সংস্কৃতি, রাজনীতির মতো বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পা পড়ল এই উৎসবে।
2 / 7
পাঁচ দিনব্যাপী এই জমকালো উৎসবে এদিন এসেছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁকে আচার অনুযায়ী মা দুর্গার পূজা করতে দেখা যায়। মায়ের আশীর্বাদ নেন তিনি।
3 / 7
দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে এদিন TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় যোগ দেন তৃতীয় দিনে এই উৎসব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তিনিও দুর্গা মায়ের পুজো দেন।
4 / 7
TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়াতেই হচ্ছে নয়া দিল্লির বুকের সবথেকে বড় দুর্গাপুজো। TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ার তৃতীয় দিনে এই উৎসব প্রাঙ্গনে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলও। তিনিও মা দুর্গার আশীর্বাদ নেন।
5 / 7
শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, এদিন ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার দুর্গাপুজোর প্যান্ডেলে দেখা যায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও। তিনিও মা দুর্গার পুজো দেন।
6 / 7
TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার দ্বিতীয় দিনে এই উৎসবে যোগ দিয়েছিলেন দুই ভিন্ন রাজনৈতিক দলের দুই নেতা। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এবং কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে। TV9 আয়োজিত এই অনুষ্ঠান ভুলিয়ে দিয়েছে রাজনৈতিক বিভেদ।
7 / 7
শুধু রাজনৈতিক নেতারাই নন, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাদারণ মানুষও যোগ দিয়েছেন এই উৎসবে। শুক্রবার এই উফসবে আয়োজন করা হয়েছে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাতে রয়েছে ডান্ডিয়া অ্যান্ড গরবা নাইট এবং ঢাক বাজানো ও ধুনুচি নাচের প্রতিযোগিতা।