AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: শুধু জরিমানা থেকেই ১০০ কোটি আয়! বিনা টিকিটে প্রতিদিন রেল সওয়ারী লক্ষাধিক, পোয়াবারো রেলের

Fine Collected: লোকাল ট্রেন, এক্সপ্রেস ও অন্যান্য নিয়মিত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।  কীভাবে এই বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করেন টিকিট পরীক্ষকরা, সে কথাও জানান মুম্বই ডিভিশনের এক টিটিই।

Indian Railways: শুধু জরিমানা থেকেই ১০০ কোটি আয়! বিনা টিকিটে প্রতিদিন রেল সওয়ারী লক্ষাধিক, পোয়াবারো রেলের
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 9:27 AM
Share

মুম্বই: জরিমানা বাবদ আয় ১০০ কোটি টাকা! সেন্ট্রাল রেলওয়ের আয়ের হিসাব এটাই বলছে। বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন অনেকেই। রেলের তরফে টিকিট ফাঁকি দেওয়া রুখতে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রেনে, স্টেশনে টিকিট পরীক্ষকও থাকেন বিনা টিকিটের যাত্রীদের ধরার জন্য। সেইভাবেই বিনা টিকিটের ট্রেন সওয়ারিদের কাছ থেকে মোট ১০০ কোটি টাকা জরিমানা বাবদ আয় করল সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশন। মুম্বই-ই ভারতীয় রেলওয়ের প্রথম ডিভিশন, যারা জরিমানা বাবদ এই বিপুল সংখ্যক টাকা উদ্ধার করল। রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস অবধি এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। মোট ১৮ লক্ষ বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এই বিপুল অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।

সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বিনা টিকিটে যাতায়ত করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। কিন্তু যাত্রীরা অনেকেই এই নির্দেশ মানেন না। এরফলেই এই বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে। গত বছর এই আদায় করা জরিমানার অঙ্ক ছিল ৬০ কোটি টাকা।

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য় জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার বলেন, “আমাদের নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই। আমাদের টিকিট পরীক্ষা করার একমাত্র লক্ষ্য হল যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা দেওয়া। বিনা টিকিটের যাত্রীরা অন্যান্য যাত্রীদের জন্য অসুবিধা সৃষ্টি করছেন, এই অভিযোগ পাওয়ার পরই আমরা আরও কড়াভাবে টিকিট পরীক্ষা করা শুরু করেছি। ট্রেন ও স্টেশন-উভয় জায়গায় কড়া চেকিংয়ের ফল এটা। এই বিপুল পরিমাণ জরিমানা নিজেই একটা রেকর্ড।”

তিনি জানান, লোকাল ট্রেন, এক্সপ্রেস ও অন্যান্য নিয়মিত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে।  কীভাবে এই বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করেন টিকিট পরীক্ষকরা, সে কথাও জানান মুম্বই ডিভিশনের এক টিটিই। তিনি বলেন, “যাত্রীদের শরীরের ভাষাই বলে দেয় যে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন তারা। নিত্যদিনের অভিজ্ঞতা থেকেই আমরা বলে দিতে পারি যে কার কাছে টিকিট আছে, আর কে বিনা টিকিটে যাতায়াত করছেন। তবে যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা সহজ কাজ নয়, তারা নানা ধরনের বাহানা দেন।”

সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, আদায় করা ১০০ কোটি টাকার মধ্যে ৮৭.৪৩ লক্ষ টাকা মোট ২৫ হাজার ৭৮১ জন যাত্রী, যারা বিনা টিকিটে এসি লোকাল ট্রেনে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছেন। এছাড়া ১.৪৫ লক্ষ যাত্রী বিনা টিকিটে ফার্স্ট ক্লাস কোচে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন এবং তাদের কাছ থেকে ৫.০৫ কোটি টাকা আদায় করা হয়েছে জরিমানা বাবদ।

উল্লেখ্য, মুম্বই ডিভিশনে মোট ৭৭টি রেলস্টেশন রয়েছে। সব স্টেশন মিলিয়ে মোট ১২ হাজার টিকিট পরীক্ষক নিয়মিত টিকিট পরীক্ষা করেন।