Parliament Special Session: সংসদের বিশেষ অধিবেশনের একদিন আগে সর্বদল বৈঠক ডাকল কেন্দ্র
১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠক ডাকল সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এই সর্বদল বৈঠক ডেকেছেন। এর আগে বাদল অধিবেশন শুরু হওয়ার আগের দিনও সর্বদল বৈঠক ডাকা হয়েছিল।
নয়া দিল্লি: ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পাঁচদিনের বিশেষ সংসদীয় অধিবেশন ঘোষণা করেছে কেন্দ্র। বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর সর্বদল বৈঠক ডাকল সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী এই সর্বদল বৈঠক ডেকেছেন। সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা সম্পর্কে বিরোধীদের কিছুই জানানো হয়নি বলে দাবি করে, ইন্ডিয়া জোটের পক্ষে নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি লিখেছিলেন সনিয়া গান্ধী। পাল্টা খোলা চিঠিতে প্রহ্লাদ জোশী জানিয়েছিলেন, অধিবেশনের আগে কখনই অ্যাজেন্ডা প্রকাশ করা হয় না। অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করে অ্য়াজেন্ডা ঠিক করা হয়। এর আগে বাদল অধিবেশন শুরু হওয়ার আগের দিনও সর্বদল বৈঠক ডেকেছিলেন প্রহ্লাদ জোশী। মণিপুর নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছিল সরকার। তবে তারপরও, অধিবেশন শুরুর পর মণিপুর নিয়ে আলোচনার দাবিতে বারবার সংসদীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল বিরোধীরা।
এখনও পর্যন্ত বৈঠকের অ্যাজেন্ডার বিষয় মুখে কুলুপ এঁটে রয়েছে সরকার। এই বিষয়ে বিরোধীদের অভিযোগের জবাবে ১ সেপ্টেম্বর প্রহ্লাদ জোশী বলেছিলেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেই আমরা সংসদের বিশেষ অধিবেশন ডেকেছি। শিগগিরই এর অ্যাজেন্ডা প্রকাশ করা হবে। হাতে পর্যাপ্ত সময় আছে। উপযুক্ত সময়ে অ্যাজেন্ডা প্রকাশ করা হবে।” ইতিমধ্যে, এই বিশেষ অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক নির্বাচনের মতো বেশ কিছু বিল আনা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। গত অগস্ট মাসে এক সভায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দেশ এক নির্বাচন, অর্থাৎ একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা যায় কিনা, সেই সম্ভাবনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে, উসকে উঠেছে দেশের নাম নিয়ে বিতর্কও। ইন্ডিয়া নামটি বাদ দিয়ে শুধুমাত্র ভারত নামটি রেখে দেওয়া হবে কিনা, তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে জি২০ নৈশভোজের আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতিকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ বলে উল্লেখ, তারপর, জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনেও ফের ইন্ডিয়ার বদলে ভারত লেখা দেখা গিয়েছে। জল্পনা রয়েছে, এই বিষয়ে আসন্ন অধিবেশনে নাম বদলের বিষয়ে একটি রেজোলিউশন আনতে পারে সরকার।
সাধারণত বছরে তিনটি সংসদীয় অধিবেশন হয় – বাজেট, বাদল ও শীতকালীন অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছরের শাসনকালে এর আগে একবারই সংসদের বিশেষ অধিবেশন হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন, মধ্যরাতে জিএসটি চালু করা উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার একটি বিশেষ যৌথ অধিবেশন ডাকা হয়েছিল। তবে, সেটা ছিল একদিনের মামলা। আসন্ন অধিবেশনটি পাঁচ দিনের এক পূর্ণাঙ্গ অধিবেশন হতে চলেছে।