Indian Railway: এক ট্রেনেই পৌঁছে যাবেন নেপালের গায়ে! নতুন পথের খোঁজে পাহাড়ে ভারতীয় রেল
Indian Railway: সিকিমের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জন্য এই পদক্ষেপ বৈপ্লবিক বলেই মনে করছে একাংশ। জানা গিয়েছে, দেশের মূল স্রোতের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিকে জুড়তেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যা মেল্লি থেকে শুরু করে জুড়ে ডেন্টাম পর্যন্ত।

নয়াদিল্লি: এবার একটা ট্রেনে চেপেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে নেপালের কাছেই। সম্প্রতি, আরও একটি রেলপথের অনুমোদন দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, সিকিমের মেল্লি থেকে জোরথাং, তারপর লেগশিপ হয়ে ডেন্টাম পর্যন্ত জুড়ে যাবে রেলপথ। যার জন্য শেষ পর্যায়ের সার্ভে করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অনুমান, এই পথে রেল লাইন জরিপের কাজে মোট খরচ হতে পারে ২ কোটি ২৫ লক্ষ টাকা।
সিকিমের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জন্য এই পদক্ষেপ বৈপ্লবিক বলেই মনে করছে একাংশ। জানা গিয়েছে, দেশের মূল স্রোতের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলিকে জুড়তেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যা মেল্লি থেকে শুরু করে জুড়ে ডেন্টাম পর্যন্ত। বলে রাখা ভাল, এই ডেন্টাম হল ভারত-নেপাল সীমান্তের কাছে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম। সেখানে রেল পরিষেবা শুরু করা মানে, তাতে যেমন লাভ হবে সাধারণ মানুষের। ঠিক তেমনই নতুন পথের মাধ্যমে সিকিমের পর্যটনে জুটবে বাড়তি অক্সিজেন।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মোট ৭৫ কিলোমিটার পথ জুড়ে এই নতুন রেললাইন বসানো হবে। যার জরিপের গোটা দায়িত্বটাই রয়েছে রেলের উত্তর-পূর্ব শাখার কাঁধে। পাশাপাশি, এই নতুন রেলপথটি সেবক-রংপো রেলপথের বর্ধিকীকরণ হিসাবেও ব্যবহার করা যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।





