J&K Terrorist: জম্মু-কাশ্মীরে ফিরছে শান্তি, চলতি বছরে উপত্যকায় নিকেশ ৪৭ জঙ্গি, আটক ২০৪, জানাল কেন্দ্র

Jammu Kashmir: কেন্দ্রের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৬ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে যে ৪৭ জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তার মধ্যে ৯ জন জঙ্গি স্থানীয় বাসিন্দা ছিল। ৩৮ জন জঙ্গিই সীমান্তের ওপ্রান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল।

J&K Terrorist: জম্মু-কাশ্মীরে ফিরছে শান্তি, চলতি বছরে উপত্যকায় নিকেশ ৪৭ জঙ্গি, আটক ২০৪, জানাল কেন্দ্র
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 7:04 AM

নয়া দিল্লি: উপত্য়কায় শান্তি ফেরাতে ও জঙ্গিমুক্ত করতে তৎপর সরকার। একের পর এক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হচ্ছে জঙ্গিদের। বিগত কয়েক বছরের তুলনায় সম্প্রতি জঙ্গি আনাগোনা ও গতিবিধি অনেকটাই কমেছে। কেন্দ্রের তরফে বুধবার জানানো হল, চলতি বছরে এখনও অবধি ৪৭ জন জঙ্গিকে (Terrorist) নিকেশ করা হয়েছে জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। সেন্ট্রাল রিজার্ভ ফোর্স সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলির একাধিক অভিযানে আটক করা হয়েছে ২০৪ জন সন্দেহভাজন ব্যক্তিকেও।

কেন্দ্রের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ২৬ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে যে ৪৭ জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তার মধ্যে ৯ জন জঙ্গি স্থানীয় বাসিন্দা ছিল। ৩৮ জন জঙ্গিই সীমান্তের ওপ্রান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল।

গত বছর, অর্থাৎ ২০২২ সালে নিকেশ করা জঙ্গির সংখ্যা ছিল ১৮৭। এরমধ্য়ে ১৩০ জন স্থানীয় ও ৫৭ জন বিদেশি জঙ্গি ছিল।

জঙ্গি নিকেশের পাশাপাশি উপত্যকায় বহু জঙ্গিকে আটকও করা হয়েছে। বছরের শুরু থেকে ২৬ সেপ্টেম্বর অবধি মোট ২০৪ জন জঙ্গিকে আটক করা হয়েছে। গত মাসেই যৌথ অভিযানে ৪ জন জঙ্গিকে নিকেশ করা হয়। আটক করা হয় ৪০ জনকে। চলতি মাসে মোট ৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, আটক করা হয়েছে ৩৪ জঙ্গিকে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে জম্মু-কাশ্মীরে মোট ১১১ জ জঙ্গি সক্রিয় রয়েছে। এরমধ্যে ৪০ জন স্থানীয় জঙ্গি এবং ৭১ জন বিদেশি। গত বছর এই সংখ্যাটা ছিল ১৩৭।