নয়া দিল্লি: টিকা নেওয়ার জন্য সরকারি সিস্টেম কো-উইনে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। এ দিকে কো-উইন খুললেই দেখাচ্ছে তা হ্যাক হয়ে গিয়েছে, এই গুজব ছড়াতেই কেন্দ্রের তরফে বিবৃতি পেশ করে জানানো হল যে কো-উইন সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত। হ্যাক হওয়ার যে মেসেজটি ফুটে উঠেছিল, তা নকল।
ভ্যাকসিনের স্লট বুকিংয়ের জন্য আরোগ্য সেতু বা উমঙ্গ অ্যাপই ব্যবহার করা হয়। সেখানেও সরাসরি কো-উইন সিস্টেমেই নিজের নাম, আধার কার্ডের নম্বর সহ যাবতীয় তথ্য নথিভুক্ত করতে হয়। তবে সম্প্রতি শোনা যায়, হ্যাক হয়ে গিয়েছে এই কো-উইন সিস্টেমটি। হ্যাক হয়ে যাওয়ার একটি মেসেজও দেখা যায়।
সাধারণ মানুষের মধ্যে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হতেই বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়, কো-উইন হ্যাক হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। তবুও গোটা বিষয়টির তদন্ত করবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক(Ministry of Electronics and Information Technology )-র অধীনে থাকা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (Computer Emergency Response Team)।
.@MoHFW_INDIA & Chairman, Empowered Group on Vaccine Administration(EGVAC) debunk news of hacking of #CoWIN
Co-WIN stores all vaccination data in a safe & secure digital environment. No data is shared with any entity outside the Co-WIN environment
Read: https://t.co/urYaJje8lN
— PIB India (@PIB_India) June 10, 2021
স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় কো-উইন সিস্টেম হ্যাক হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। টিকা প্রাপকদের সমস্ত তথ্য ডিজিটালি সুরক্ষিতভাবেই সংরক্ষিত রয়েছে।
আরও পড়ুন: বাংলায় নাগরিকত্ব আইনের জালেই জড়িয়ে ৩৫৬ ধারার চাবিকাঠি? প্রমাদ গুনছে পদ্ম